দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিয়েই যথারীতি চমক দেখাচ্ছেন চান্দিকা হাতুরুসিংহে। লঙ্কান এ কোচের এক রকম জাদুর ছোঁয়াতেই পাল্টে গিয়েছে দেশের ক্রিকেট। অবশ্য আগের মেয়াদেও বাংলাদেশকে সাফল্যের ভেলায় ভাসিয়েছিলেন এ কোচ। তবে হাতুরুসিংহে এবার আর বিচ্ছিন্ন কিছু সাফল্যে তুষ্ট হতে চান না, সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের উন্নতি সাধনই তাঁর লক্ষ্য।
সেই ভাবনায়, বিশেষ করে বিদেশের মাটিতে সফল হওয়ার লক্ষ্যে ঘরের মাঠেই যতটা সম্ভব স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা এঁটেছেন লঙ্কান এ কোচ। আগের মেয়াদে হাতুরুসিংহে সফল থাকলেও, তাঁর অধীনে বিদেশের মাটিতে দল তেমন সফলতা বয়ে আনতে পারেনি। তাই এবারে বিদেশের মাটিতে ভাল করার প্রস্তুতি হিসেবে দেশেই বাউন্সি উইকেটে ক্রিকেটারদের ক্যাম্প করাতে চান হাতুরুসিংহে।
হাতুরুসিংহের এমন চাওয়ায় ক্যাম্পের জন্য ইতোমধ্যে সিলেটকে বেছেও নেওয়া হয়েছে। লঙ্কান এ কোচের মতে, ‘ইংল্যান্ডের যেমন আবহাওয়া, ঠিক অনুরূপ আবহাওয়ার দেখা মেলে সিলেটে। এ ছাড়া এখানে পেসাররাও সুবিধা পান। তাই ইংল্যান্ড সফরের জন্য সিলেটকেই বেছে নেওয়া হয়েছে।’
তবে হাতুরু জানাচ্ছেন, নির্দিষ্ট কোনো দল বা সিরিজ তাঁর লক্ষ্য নয়, মূলত সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির দিকেই তাঁর চোখ রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা আসলে ইংল্যান্ডের কন্ডিশনের জন্য নয়। ব্যাপারটা হল সব মিলিয়ে আমরা আমাদের উন্নতির ব্যাপারে সর্বদা সচেতন। প্রতিপক্ষকে নিয়ে ভয় পাওয়া কিংবা ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়াটাও জরুরি না। আমরা শুধু উন্নতি চাই। আমরা যেখানেই খেলি, আমাদের লক্ষ্য থাকবে ভাল খেলা।’
সামনে বাংলাদেশের ব্যস্ত ক্রীড়াসূচি। তাই সবাইকে প্রস্তুত করা জরুরি মনে করে লঙান এ কোচ আরো যুক্ত করে বলেন, ‘সামনে প্রচুর ম্যাচ। অনেক টেস্টও আছে। দেশের পাশাপাশি দেশের বাইরেও সিরিজ রয়েছে। আবার সামনে বিশ্বকাপও রয়েছে। তাই আমাদের প্রস্তুতিও সেভাবে নিতে হবে। মোদ্দাকথা, আমরা নিজেদের উন্নতি করতে চাই। আর সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ। আর তার আগে সিলেটে তিন দিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ক্যাম্প ও দল নিয়ে এরই মধ্যে নির্বাচক প্যানেলের বৈঠক করেছেন চান্দিকা হাতুরুসিংহে।