আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পরিপক্কতার অভাব রয়েছে বিষ্ণয়ের

ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার আবার হেঁটেছেন স্রোতের বিপরীতে। তাঁর মতে, ভারতীয় এ লেগস্পিনারের এখনও অনেক পথচলা বাকি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পরিপক্বতা পায় নি রবি বিষ্ণয়। 

আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন রবি বিষ্ণয়। তবে নাম্বার ওয়ান বোলার হওয়া স্বত্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হয়নি এ লেগস্পিনারের। এরপর থেকেই টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে পুরো ভারতজুড়ে চলছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররাও এমন সিদ্ধান্তে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। 

তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার আবার হেঁটেছেন স্রোতের বিপরীতে। তাঁর মতে, ভারতীয় এ লেগস্পিনারের এখনও অনেক পথচলা বাকি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পরিপক্বতা পায় নি রবি বিষ্ণয়। 

এ নিয়ে গাভাস্কার বলেন, ‘ওর এখনও অনেক কিছু শেখার আছে। তাঁর বোলিংয়ের শক্তিমত্তার জায়গা হলো পেস আর কুইকার দেওয়া। তবে দক্ষিণ আফ্রিকার এমন পিচে ব্যাটাররা এমন বল খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।’

এমন কন্ডিশনে বিষ্ণয়ের চেয়ে রবীন্দ্র জাদেজা বেশি কার্যকরী, মন্তব্য করে গাভাস্কার আরো বলেন, ‘এই ধরনের পিচে জাদেজাই কার্যকরী। সে ফ্লাট পিচেও প্রতিপক্ষ ব্যাটারকে চাপে রাখতে পারে।’

যদিও রবি বিষ্ণয়ের জায়গায় একাদশে কুলদ্বীপ যাদব সুযোগ পেলেও তেমন প্রভাব রাখতে পারেননি এ স্পিনার। প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটের হারের ম্যাচে ৩ ওভারে ২৬ রান দেন এ বাঁ-হাতি স্পিনার। এ ছাড়া বল হাতে জাদেজাও তেমন একটা সুবিধা করতে পারেননি। ২.৫ ওভার বোলিং করে তিনি দেন ২৮ রান। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...