ইতিহাস একটা শতাব্দীর। যে ইতিহাসে অহম, অঘটন, অপ্রত্যাশা, অর্থ সেই সাথে অর্জন রয়েছে একেবারে ঠাসা। স্পেন থেকে ইউরোপ সবখানেই দাপটের যেন কমতি হয়নি রিয়াল মাদ্রিদের। হবে কি করে? বিশ্বের সব নামকরা খেলোয়াড়রা বিভিন্ন সময়ে সাদা জার্সিটা গায়ে জড়িয়ে হয়েছেন লস ব্ল্যাঙ্কোসদের একজন। আকাশে মেঘ জমে নক্ষত্রেরা চোখের আড়াল হলেও, রিয়াল মাদ্রিদ কখনোই ভোগেনি তারকার।
ঐতিহ্য আর অর্জনের এই ক্লাবের হয়ে গোলদাতার তালিকায় নাম ওঠাতে কে না চায় বলুন। তবে সেই তালিকার আলাদা একটা রেকর্ড অবশ্য সবাই গড়তে পারেন না। তবে যারা গড়েন তাঁরা চিরকাল হয়ে থাকেন ইতিহাসে অমর। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের নিয়ে রয়েছে আজকের আলোচনা।
- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেই পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অতিমানবীয় ফুটবল শৈলী এবং শারীরিক সক্ষমতা প্রদর্শন এখনও করে যাচ্ছেন রোনালদো। তাঁর যেন বয়সই বাড়ে না।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে তিনি এসেছিলেন রিয়াল মাদ্রিদে। এরপর টানা খেলে গিয়েছেন তিনি। ৪৩৮ বার তিনি সাদা জার্সিটি গায়ে জড়িয়েছেন। সর্বাধিক ৪৫১ গোল করে তিনি রয়েছেন মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উপরে।
- রাউল গঞ্জালেস (স্পেন)
স্পেনের কিংবদন্তি রাউল গঞ্জালেসও ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল দিয়েই। সেখান থেকে ক্রমশ তিনি নিজের জায়গাটা করে নেন মূল দলে।
প্রায় দেড় দশক তিনি কাটিয়েছেন বার্নাব্যু-তে। এ দীর্ঘ সময়ে তিনি ৭৪১ দফা মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের প্রতিনিধি হয়ে। আক্রমণভাগের এই খেলোয়াড় মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তাঁর করা গোলের সংখ্যা, ৩২৩।
- করিম বেনজেমা (ফ্রান্স)
ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের ভরসার আরেক নাম ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তিনি সেই ২০০৯ ‘গ্যালাকটিকোস’ দলে অন্তর্ভুক্ত হওয়াদের একজন। ২০০৯ সাল থেকে সময়ের পরিক্রমায় তিনি নিজেকে বানিয়েছেন ব্লাঙ্কোসদের প্রথম পছন্দের স্ট্রাইকার।
সম্প্রতি করিম বেনজেমা গোল বিচারে ছাড়িয়ে গেছেন মাদ্রিদের আরেক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। করিম বেনজেমার গোলের সংখ্যা বর্তমানে ৩০৯। হয়ত এই মৌসুমে তিনি ছাড়িয়ে যাবেন রাউলকে কিংবা আগামী মৌসুমে।
- আলফ্রেডো ডি স্টেফানো (স্পেন/আর্জেন্টিনা/কলম্বিয়া)
আলফ্রেডো ডি স্টেফানো রিয়াল মাদ্রিদকে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বানানোর পেছনের মূল কারিগর। চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার মুখের কাছ থেকে তাঁকে রীতিমত ছিনিয়ে নিয়ে এসেছিলেন মাদ্রিদ। আর সেই স্টেফানো মাদ্রিদকে এনে দিয়েছেন সম্মান,পরাশক্তি তকমা ও অর্জন।
স্টেফানোর কাছে হয়ত চিরকাল ঋণী থাকবে রিয়াল। তাইতো তাঁর নামে স্টেডিয়ামও নির্মাণ করেছে মাদ্রিদ। স্টেফানো এগারো মৌসুম রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবলের কারিকুরি দেখিয়েছেন। ৩৯৬টি ম্যাচ খেলেছেন তিনি এ সময়ে। তাঁর করা গোলের সংখ্যা ৩০৮।