মৃণাঙ্ক সিং, পান্তকে ঠকানো এক কনম্যান

মৃণাঙ্ক সিং - নামটা হয়তো আপনার কাছে খুব একটা পরিচিত না। হওয়ার কথাও না। ভারতের অখ্যাত এক ক্রিকেটারকে চেনার কথাও নয়।

মৃণাঙ্ক সিং – নামটা হয়তো আপনার কাছে খুব একটা পরিচিত না। হওয়ার কথাও না। ভারতের অখ্যাত এক ক্রিকেটারকে চেনার কথাও নয়।

তবে যদি শোনেন এই ব্যক্তি বিরাট ঠগবাজির সাথে জড়িত, ঠকিয়েছেন অনেক মানুষকে, তাহলে আপনাদের ভ্রু কুঁচকে যাবে। একজন ক্রিকেটার কেন এমন কাজে নিজেকে জড়াবেন? এমনকি ক্রিকেটার ঋষাভ পান্তকেও ঠকিয়েছেন তিনি। এবার নিশ্চয়ই সবাই নড়েচড়ে বসতে বাধ্য।

এই ব্যক্তি নিজেকে সবার কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এমনভাবে পরিচয় দিতেন। নিজেকে এমনভাবে পরিচয় দিতেন যেন তিনি খুব জনপ্রিয় কেউ। এটা ছিল মানুষ ঠকানোর হাতিয়ার।

২০২২ সালে সে দিল্লীর তাজ প্যালেস নামে একটা হোটেলে ৭ দিন থেকে বিল ওঠান সাড়ে পাঁচ লাখ রুপি। হোটেলকে তিনি  বলেছিলেন, ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস নাকি এই বিল পরিশোধ করবে! শেষমেষ এই ঘটনায় সে যে ধাপ্পা মেরেছে পরে প্রমাণিত হয় যখন তিনি লেনদেনের প্রমাণ দিতে ব্যর্থ হন।

আরও একবার তিনি এরকম ভাবে ঠকানোর পায়তারা করেন। এক পুলিশ অফিসার এর পরিচয় ব্যবহার করে নিজেকে আড়াল করবার জন্য। তবে ধরা পড়ে ঠিকই।

সেরকমভাবে ঋষাভ পান্তকেও তিনি ঠকানোর আয়োজন করেন। পুলিশ পরে এই তথ্য পায়, ২০২০-২১’এর দিকে ঋষাভ পান্তের কাছ থেকে ১.৬৩ কোটি রুপি হাতিয়ে নিয়েছিল।

এরকম তাঁর আরও অনেক শিকার রয়েছেন। সেখানে ক্যাব ড্রাইভার, বার-রেস্তোরাও আছে। তাঁর ইন্সটাগ্রামে ৪০০০০ এর বেশি ফলোয়ার আছে। সেখানে সে তাঁর আলিশান জীবনযাপনের ছবি দিয়ে বেড়ান।

পুলিশ তাঁর ফোনে পেয়েছে অনেক আপত্তিকর ছবি আর মাদক কেনাবেচার প্রমাণ। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে অনেকগুলো মামলাও হয়েছে। ঋষাভের মত আর যেন কারও ক্ষতি করতে তিনি না পারেন – তাঁর জন্য ব্যবস্থা নিচ্ছে মুম্বাই পুলিশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...