ভারতের বিশ্বকাপ দল: আশা ও শঙ্কা

হতাশাজনক এক এশিয়া কাপ মিশন শেষে নতুন শুরুর প্রত্যাশায় বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারতীয় দল। সেই দুই সফরের দলও চূড়ান্ত করা হয় এদিন। দল ঘোষণা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও বিশ্বকাপে যাচ্ছেন পুরনো মুখরাই। তবে শেষ মূহূর্তে রবীন্দ্র জাদেজার ইনজুরি ভালোই সমস্যায় ফেলবে রোহিত শর্মার দলকে। আসুন দেখে নেয়া যাক ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের খুঁটিনাটি।

  • ভারতের সেরা টপ থ্রি

ভারতের টপ অর্ডারের তিজ তারকা – লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি তিনজনই তাদের আইপিএল দলে অ্যাংকরিংয়ের দায়িত্ব পালন করেন। ফলে পাওয়ারপ্লেতে রান তোলা নিয়ে ভারতের একটা সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু এশিয়া কাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পুরনো ফর্মে ফিরে আসা স্বস্তি দেবে ভারতীয় ভক্ত-সমর্থকদের।

ভারত তাদের তারকা খেলোয়াড়দের বেঞ্চে রেখেছে- এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না। পুরনো সেই দৃশ্য বদলায়নি এবারও। পুরনো টপ থ্রি’র সাথে বর্তমানে টি টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান সুরিয়াকুমার যাদব মিলিয়ে ভারতের টপ ফোরে পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে।

পাঁচে বাঁহাতি পান্ত কিংবা দীনেশ কার্তিক আর ছয়ে হার্দিক পান্ডিয়া যিনি কিনা চার ওভার বোলিংও করতে পারেন। ফলশ্রুতিতে কপাল পুড়েছে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাঞ্জু স্যামসনের। অবশ্য দীপক হুডার পরিবর্তে তাকে স্কোয়াডে বিবেচনা করা যেতো কিনা সেই প্রশ্ন তোলাই যায়।

  • পান্ত এবং কার্তিকের টিকে যাওয়া

সাদা বলের ক্রিকেটে রিশভ পান্তের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। নিয়মিতই দলকে বিপদে ফেলে আউট হচ্ছেন বাজেভাবেই। কিন্তু জাদেজার ইনজুরি শাপেবর হয়ে এসেছে তার জন্য, অভিজ্ঞ এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে তাই পান্তকে বাদ দেয়ার দু:সাহস দেখাননি নির্বাচকরা। অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দররা বোলিং এ জাদেজার অভাব পূরণ করার সামর্থ্য রাখলেও ব্যাটিং এ তারা যোজন যোজন পিছিয়ে। পান্ত তাই এ যাত্রায় বেঁচে গেছেন দল থেকে বাদ পড়ার হাত থেকে।

অন্যদিকে ক্যারিয়ারের শেষবেলায় ধূমকেতুর মতো পুর্নজাগরণ ঘটেছে দীনেশ কার্তিকের। ঝড়ো ব্যাটিং এ ম্যাচ শেষ করে আসাটাকে রীতিমতো নিয়মিত দৃশ্যে পরিণত করেছিলেন এবারের আইপিএলে। ভারত তাই এবারের এশিয়া কাপে পান্ত আর তাকে অদলবদল করে খেলিয়েছে। কিন্তু লেগ স্পিনে কার্তিকের দুর্বলতা তাকে পিছিয়ে দিয়েছে পান্তের সাথে সেরা একাদশে জায়গা করে নেয়ার দৌড়ে।

  • বুমরাহ-হার্শালের ফিরে আসা

বুমরাহ-হার্শালের অনুপস্থিতি এবারের এশিয়া কাপে ভালোই ভুগিয়েছে ভারতকে। নতুন বলে অপ্রতিরোধ্য ভুবনেশ্বর কুমারকে পাওয়ারপ্লেতে বল না করে রেখে দিতে হয়েছে ডেথ ওভারের জন্য। অনভিজ্ঞ আভেশ খান কিংবা আর্শদ্বীপ সিং প্রতিভাবান হলেও গুরুত্বপূর্ণ সময়ে নিজের নার্ভ ধরে রাখতে পারেননি।

বুমরাহ আর ভুবনেশ্বরের পাশাপাশি হার্দিক পান্ডিয়াও খুব সম্ভবত চার ওভার বল করবেন। ফলে তৃতীয় পেসারের জায়গায় লড়াই চলবে আর্শদ্বীপ আর হার্শালের মাঝে। বাঁহাতি হওয়ায় বোলিং লাইন আপে বৈচিত্র‍্য আনতে একাদশে হয়তো সুযোগও পেয়ে যাবেন তরুণ আর্শদ্বীপ। অন্যদিকে সদ্য ইনজুরি কাটিয়ে দলে ফেরা হার্শালকে হয়তো তাই বসতে হবে বেঞ্চেই।

বিশ্বকাপের দল ঘোষণার আগে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির দলের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে ডাকেননি নির্বাচকরা। তাছাড়া টি-টোয়েন্টিতে শামির ইকোনমিটাও খুব একটা সপ্রতিভ নয়। তবে স্কোয়াডের যে কারো ইনজুরিতে কপাল খুলে যেতে পারে স্ট্যান্ডবাইতে থাকা দীপক চাহারের।

  • জাদেজার অনুপস্থিতি

একাদশে রবীন্দ্র জাদেজার উপস্থিতি মানেই অধিনায়কের জন্য বাড়তি অপশন। দারুণ ব্যাটসম্যান, কার্যকরী বোলার, দুর্দান্ত ফিল্ডার সবমিলিয়ে জাদেজা যেকোনো দলের জন্য লোভনীয় ক্রিকেটার। তার অনুপস্থিতি মানেই একজন বাড়তি ব্যাটার কিংবা বোলার খেলানোর সমস্যা।

মূলকথা জাদেজার অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। যদিও তার বিকল্প হিসেবে ভারত দলে ডেকেছে আক্সার প্যাটেলকে, যার খেলার ধরণ অনেকটা জাদেজার মতোই। খেলার ধরণে মিল থাকলেও অভিজ্ঞতা কিংবা মাঠের পারফরমেন্স দুই দিকেই জাদেজার চেয়ে অনেক পিছিয়ে থাকবেন আক্সার। বিশেষ করে ব্যাটিং এ কালেভদ্রে রান করলেও নিয়মিত তার ব্যাট থেকে রান আশা না করাই ভালো।

  • দুর্ভাগা বিষ্ণয়

লেগ স্পিনারদের বোলিং এর স্বর্গরাজ্য বলা হয় অস্ট্রেলিয়াকে। মেলবোর্ন-সিডনির বড় বড় মাঠে লেগস্পিনারদের উইকেট বিলিয়ে দিয়ে আসা নিয়মিত দৃশ্য। ২০২২ সালে ১৬ উইকেট আর ৭.০৮ ইকোনমি যেকোনো বোলারের জন্যই ভালো পরিসংখ্যান। কিন্তু অশ্বিন আর আক্সারকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়তে হয়েছে রবি বিষ্ণয়কে। রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর প্যাটেলের ব্যাটিং দক্ষতাই তাদেরকে এগিয়ে দিয়েছে বিষ্ণয় থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link