যেভাবে টিকিট কাটবেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের

সমর্থকদের বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য টিকিট ছাড়ার দিনও ঘোষণা দিয়েছে আইসিসি। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট।

উপমহাদেশের মাটিতে আবারো ফিরছে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এ বৈশ্বিক আসর। আর সেই আসরকে সামনে রেখে সমর্থকদের উন্মাদনারও কমতি নেই। বিশ্বকাপ ক্রিকেটের দামামা বাজতে শুরু করেছে এরই মধ্যে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশ্য সমর্থকদের বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য টিকিট ছাড়ার দিনও ঘোষণা দিয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট।

গত ৯ আগস্ট আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি মাস থেকেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। তবে আগামী ২৫ আগস্টে অন্যান্য দলগুলোর ম্যাচে টিকিট পাওয়া গেলেও ভারতের ম্যাচের জন্য টিকিট পাওয়া যাবে না। তাদের টিকিট মিলবে ৩০ আগস্ট থেকে,  এটিই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া, সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অপেক্ষা করা লাগবে আরও কিছুটা সময়।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আগামী ৭ অক্টোবরে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশি যে কোনো সমর্থক চাইলে ঐ ম্যাচসহ রাউন্ড রবিন লিগের ৯ টি ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারবে। তবে তার জন্য ১৫ আগস্ট থেকে আইসিসির একটি নির্দিষ্ট লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

এ ছাড়া কবে কোন ম্যাচের টিকিট মিলবে ভেন্যুসহ তার একটি তালিকা দিয়েছে আইসিসি। সেটি হলো-

  • ২৫ আগস্ট – ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
  • ৩০ আগস্ট – গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ
  • ৩১ আগস্ট – চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ
  • ১ সেপ্টেম্বর – ধর্মশালা, লখনৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
  • ২ সেপ্টেম্বর – ব্যাঙ্গালুরু ও কলকাতার ম্যাচ
  • ৩ সেপ্টেম্বর  – আহমেদাবাদে ভারতের ম্যাচ
  • ১৫ সেপ্টেম্বর – সেমিফাইনাল ও ফাইনাল

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...