টেস্ট অধিনায়ক লিটন!

সাদা বলে পূর্ণ মনযোগ দিতে সাকিবকে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেয়ার ইচ্ছে বিসিবির।

সাকিব আল হাসানকে ক্যাপ্টেনের চেয়ারে বসানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজের বাসভবেনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এসবের মাঝেই নেতৃত্ব নিয়ে নতুন পরিকল্পনা করতে শুরু করেছে বিসিবি। লাল এবং সাদা বলে ভিন্ন অধিনায়ক নিয়োগের কথা ভাবছে তাঁরা। মূলত এখনকার ব্যস্ত ক্রিকেট সূচির সাথে মানিয়ে নিতেই এমন কিছু করতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তিন ফরম্যাটেই তিনি অধিনায়কত্ব করবেন কি না, এ বিষয়ে তিনি দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনায় বসবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়কের পথেও হাঁটতে পারে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবালের উত্তরসূরী হিসেবে এবার পঞ্চাশ ওভারের অধিনায়কত্বটাও এই অভিজ্ঞ ক্রিকেটার পেতে যাচ্ছেন।

ওয়ানডে বিশ্বকাপের বাকি মাত্র মাস দুয়েক, এশিয়া কাপ তো এই মাসেই; দল গুছিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সময় তাই নেই বললেই চলে। তাই তো সাকিবের হাতে আর্মব্যান্ড তুলে দিয়ে সহজ সমাধান চাইছেন সংশ্লিষ্টরা।

টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে ওয়ানডে স্কোয়াডের খুব একটা পার্থক্য না থাকায় সাকিব আল হাসানের জন্য গেমপ্ল্যান সাজানো কঠিন কিছু হবে না। এছাড়া ড্রেসিং রুমে আগ থেকে রয়েছে সাকিবের নিয়ন্ত্রণ, সতীর্থদের আস্থাও রয়েছে তাঁর উপর। সবমিলিয়ে তাই ওয়ানডেতে অধিনায়ক কে হবেন? – এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য খুব বেশি ভাবতে হয়নি বিসিবিকে।

অপেক্ষা ছিল কেবল সাকিবের সিদ্ধান্তের। সাকিব সবুজ সিগন্যাল দেওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

কিন্তু সাকিব আল হাসানও মানুষ, তাঁরও ক্লান্তির কথা বিবেচনা করতে হবে। এখন বিশ্বসেরা অলরাউন্ডারের বয়স ৩৬, ক্রিকেট ক্যারিয়ার দ্রুত ফুরিয়ে আসছে সাকিবের। সেজন্য এই বামহাতির বয়সের কথা ভেবেই টেস্টের নেতৃত্ব থেকে ছুটি দিতে চায় বোর্ড। আবার সাকিবও টেস্ট খেলার প্রতি ততটা আগ্রহী নন।

সব মিলিয়ে তাই সাদা বলে পূর্ণ মনযোগ দিতে সাকিবকে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেয়ার ইচ্ছে বিসিবির। আর সাদা পোশাকে স্থায়ী অধিনায়ক করা হতে পারে বর্তমান সহ-অধিনায়ক লিটন দাসকে। হয়তো, বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেই নেতৃত্ব পেয়ে যেতে পারেন লিটন।

এসব কিছু অবশ্য এখনো পরিকল্পনাতেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার আগে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবে বিসিবি। এই তারকা কি ভাবছেন এসব ব্যাপারে সেটা জেনে তারপর পরিকল্পনা বাস্তবায়ন করবে টিম ম্যানেজম্যান্ট।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি – সাদা বলের ক্রিকেটে সামনে তাই ব্যস্ত সময়। সবকিছু ঠিকঠাক থাকলে এসব বড় বড় টুর্নামেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। তাই সাকিবকে এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ছুটি দিয়ে রঙিন পোশাকে পূর্ণ মনোযোগী হওয়ার সুযোগ দিলে লাভটা বাংলাদেশেরই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...