সাকিব-হাতুরুসিংহে, যে জুটি বদলে দেবে ক্রিকেটের ভবিষ্যৎ

দ্বিতীয়বারের মত বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত ক্যাপ্টেন হবেন বিশ্বসেরা অলরাউন্ডার। অন্য দুই ফরম্যাটের মত ওয়ানডেতেও চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে জুটি গড়বেন তিনি। দুই বছর মেয়াদে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব।

অধিনায়ক হিসেবে যিনি সেরা পছন্দ, বাংলাদেশ ক্রিকেটে যার মস্তিষ্ক সবচেয়ে ক্ষুরধার, সেই সাকিব আল হাসানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব উঠতে যাচ্ছে। তামিম ইকবালের নেতৃত্ব ছাড়ার পর থেকেই ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছিল সাকিবই হবেন পরবর্তী ক্যাপ্টেন, সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল।

দ্বিতীয়বারের মত বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত ক্যাপ্টেন হবেন বিশ্বসেরা অলরাউন্ডার। অন্য দুই ফরম্যাটের মত ওয়ানডেতেও চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে জুটি গড়বেন তিনি। দুই বছর মেয়াদে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব।

টেস্ট আর টি-টোয়েন্টিতে ইতোমধ্যে অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক হলে তিন ফরম্যাটে এক নেতৃত্বের যুগে ফিরে যাবে বাংলাদেশ দল। ফলে এই তারকা ক্রিকেটারের জন্যও পরিকল্পনা করা সহজ হবে; কেননা টি-টোয়েন্টি দলের সাথে পঞ্চাশ ওভারের দলের খুব একটা পার্থক্য নেই, তাই সাকিবও সহজে মানিয়ে নিতে পারবেন।

আবার কোচ চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে তাঁর রসায়নও বেশ জমজমাট। সেটায় ফায়দা তুলতে পারলে ওয়ানডে ফরম্যাটে পূর্বের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারবে টিম টাইগার্স। এই দুইজনই আধুনিক ক্রিকেট ভাল বোঝেন, জানেন কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হয় – গুরু শিষ্যের এই মিল দারুণভাবে সাহায্য করবে বাংলাদেশকে।

দল নির্বাচনের ক্ষেত্রেও হাতুরু আর সাকিবের ভাবনা প্রায় কাছাকাছি। তাঁরা চান ফিট ক্রিকেটার; স্রেফ রান বা উইকেটের চেয়ে ইম্প্যাক্টফুল পারফরম্যান্সই তাঁদের কাছে মুখ্য। নীতিনির্ধারণী পর্যায়ে থাকা দুজনের ইচ্ছে মিলে যাওয়ার ফল এরি মাঝে টি-টোয়েন্টি দল পেতে শুরু করেছে।

ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করা, আয়ারল্যান্ডকে সিরিজ হারানো কিংবা আফগানদের বিপক্ষে দুই ম্যাচে দাপুটে জয় – সাম্প্রতিক সময়ে বিশ ওভারের সংস্করণে বাংলাদেশের এমন সাফল্যের পেছনে বড় অবদান সাকিব-হাতুরু জুটির।

অধিনায়ক আর কোচের মনের মিল হলে কি হতে পারে সেটার আরেকটা উদাহরণ হতে ইংল্যান্ডের টেস্ট দল। আক্রমণাত্মক মানসিকতার ব্রেন্ডন ম্যাককালাম আর বেন স্টোকস জুটি গড়ে পুরোপুরি বদলে দিয়েছেন ইংলিশদের টেস্ট পারফরম্যান্সকে।

সামনেই বিশ্বকাপ, এর আগে রয়েছে এশিয়া কাপের মত টুর্নামেন্ট। পরিকল্পনা করার জন্য বেশি সময় তাই বাংলাদেশের হাতে নেই। এমতাবস্থায় সাকিব আল হাসানকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়াটা একমাত্র সমাধান, আর সেটাই করতে যাচ্ছে বিসিবি।

এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার, এরপরই দেশের কোটি সমর্থকদের আকাশসম স্বপ্ন পূরণে এক হয়ে কাজ করবেন হাতুরুসিংহে আর সাকিব। দেশের মানুষের অপেক্ষাটা তাই সাকিব-হাতুরু জুটির জন্যও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...