প্যাডেল স্কুপ, লিটনের নতুন শত্রু

স্ট্রাইক রেটের প্রসঙ্গ না হয় বাদই থাকল। এর মধ্যে যোগ হল নতুন উৎপাত। এর নাম প্যাডেল স্কুপ।

লিটন দাসের যেন বিপদের শেষ নেই। রান পাচ্ছেন না। পেলেও সেটা ধরে রাখতে পারছেন না। স্ট্রাইক রেটের প্রসঙ্গ না হয় বাদই থাকল। এর মধ্যে যোগ হল নতুন উৎপাত। এর নাম প্যাডেল স্কুপ। এ যেন কেবল মুশফিকুর রহিমেরই প্রিয় শট নয়, লিটন দাসেরও বটে।

আর লিটন দাস মানেই তো লিওনার্দো দ্য ভিঞ্চি। তিনি ২০১৯ বিশ্বকাপে যেমন ব্যাটিংয়ে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবারও তেমনই করলেন। এবার প্যাডেল স্কুপে আউট হওয়াটাকে শিল্পের রূপ দিলেন তিনি।

একবার নয়, তিনবারের প্রচেষ্টায় প্যাডেল স্কুপ করতে গিয়ে আউট হলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্যাডেল স্কুপ করে ছক্কা হাকানোতে আত্মবিশ্বাস ছিল। তবে, সেই আত্মবিশ্বাস এবার কাজে লাগল না।

ব্লেসিং মুজারাবানির বলে ফিররেন বোল্ড হয়ে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিনবার একই কাজ করলেন। তিনবারই ব্যর্থ চেষ্টা। আর শেষটা হল বোল্ড দিয়ে।

অথচ, ইনিংসের শুরুটা দারুণ ভাবেই করেছিলেন লিটন দাস। ইনিংসের প্রথম বলেই চার হাকান। তবে, সাম্প্রতিক সময়ের মত এদিনও ছিলেন নড়বড়ে। শেষ অবধি তাই, ১৫ বলে ১২ রানের বেশি তুলতে পারেননি।

লিটনের জন্য ইদানিং সময়টা এমনই যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যেন আরও দু:সহ। প্রথম ম্যাচে এক রান করেন। দ্বিতীয় ম্যাচে ২৩ রান করতে গিয়ে খেলেন ২৫ বল। আগের সেই নান্দনিকতাও যেন অনেকটাই অনুপস্থিত।

সব মিলিয়ে লিটন নিজেকে হারিয়ে খুঁজছেন। দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে লিটনের রানে ফেরাটা খুবই দরকার। তবে, সেটা আর হচ্ছে কোথায়। এখন অবস্থাটা এমন যে – লিটনকে ছাড়াই বাংলাদেশ দল বিশ্বকাপের পথে উড়াল দিলে অবাক হওয়ার মতও কিছু থাকছে না!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...