ওয়ানডে দলে হৃদয়

তবে ওয়ানডে সিরিজের দলেই সুযোগ পেয়ে গিয়েছেন এই ব্যাটার। বিপিএল শেষ হতে না হতেই পেয়ে গিয়েছেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশে দলে আছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) করেছেন চারশোরও বেশি রান। টুর্নামেন্ট শেষ করেছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। ফলে বলা হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেতে পারেন তৌহিদ হৃদয়।

তবে ওয়ানডে সিরিজের দলেই সুযোগ পেয়ে গিয়েছেন এই ব্যাটার। বিপিএল শেষ হতে না হতেই পেয়ে গিয়েছেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশে দলে আছেন তিনি।

বিপিএলের ফাইনাল ম্যাচ চলছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে। এর মাঝেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সেই ওয়ানডে দলে ডাক পেয়ে গিয়েছেন তৌহিদ হৃদয়। আর ওয়ানডে দলে তিনি সহ আছেন চারজন ওপেনার। তামিম ইকবাল, লিটন দাসের সাথে আছেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।

ওদিকে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালআবার ফিরছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এর আগে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। তবে ইনজুরি কাটিয়ে এই সিরিজ থেকেই আবার দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল।

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার জন। তারা হলেন এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

ওদিকে মার্চের এক তারিখ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগেই বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ চান্দিকা হাতুরুসিংহের চলে আসার কথা। ফলে ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু হতে যাচ্ছে দেশের ক্রিকেটে হাতুরুর দ্বিতীয় অধ্যায়। এরপর ইংল্যান্ডের সাথে তিনটা টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি।

  • ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...