বিরাট কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন, তখন যুবরাজ সিং ছিলেন সিনিয়র ক্রিকেটারদের একজন। তবে সিনিয়র-জুনিয়রের সেই দূরত্ব ঘুচিয়ে কোহলিকে খুব পছন্দ করতেন তিনি। তরুণ বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছিল শুরু থেকেই। স্নেহের সঙ্গে কোহলিকে ‘চিকু’ বলে ডাকতেন যুবরাজ। তবে সেই সময়কার কোহলি এখন যে বেশ খানিকটা বদলে গেছে, সেটিই জানালেন যুবরাজ সিং।
সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন যুবরাজ সিং। এই বিষয়ে কথা বলতে গিয়ে, যুবরাজ সিং জানিয়েছেন যে বর্তমান দিন গুলোতে বিরাট কোহলির সঙ্গে তাঁর খুব বেশি যোগাযোগ নেই। অবশ্য যুবরাজের মতে, কোহলির ব্যস্ততার কারণেই হয়ে ওঠে না।
এ নিয়ে তিনি বলেন, ‘আসলে ওর সাথে তেমন কথা হয় না। কারণ সে ব্যস্ত। আমিও তাই তাঁকে খুব একটা বিরক্ত করি না। সেদিনের ‘চিকু’র সাথে বর্তমান সময়ের কোহলির অনেক পার্থক্য। ঐ সময়টাতে বন্ধুদের সঙ্গে অনেক মজা করতো কোহলি। তবে ও যখন বড় হতে শুরু করেছে, তখন থেকে নিজেকে পাল্টে নিয়েছে। বর্তমানে কোহলি একটা ভিন্ন ব্যক্তি হয়ে উঠেছে।’
এরপর কোহলির সাথে দারুণ স্মৃতির কথা টেনে যুবরাজ বলেন, ‘আমরা একসাথে অনেক ফুটবল খেলেছি। আর খেলার মধ্যেই কত ঝামেলা হতো। ফুটবল খেলতে গিয়ে আমার সাথে অবশ্য নেহরা, শেবাগের সাথেও ঝামেলা হয়েছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল তখন। কোহলি ফুটবলও ভাল খেলে। ওর পায়ের স্কিল ভাল ছিল। তবে আমি ওর চেয়ে বেশি স্কিলড ছিলাম। ও ভাল ব্যাটার হতে পারে। তবে আমি ওর চেয়ে ভাল ফুটবলার। সে নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ভাবতো। তবে সে ফুটবলের রোনালদো নয়, ক্রিকেটের।’