নতুন নিয়মে বাড়তি সুবিধা পাবে না কেউ

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ম-কানুনে বড় ধরনের পরিবর্তন আনছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কনকাশন বদলি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বদলে গেছে পুরোনো নিয়ম। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে দুটি বল ব্যবহারের নিয়মেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

২০২৫ সালের শুরুর দিকে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চর্তুথ ম্যাচে এক বিতর্কিত কনকাশন বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। আর সেই বিতর্কের জেরে অবশেষে নিয়ম পরিবর্তন করতে বাধ্য হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে তখন খেলছিলেন ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে। ইনিংসের এক পর্যায়ে তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তার পরিবর্তে নামানো হয় হার্ষিত রানাকে— যিদি মূলত এক্সপ্রেস ফাস্ট বোলার। ওই ম্যাচেই রানা শিকার করেন তিন উইকেট । তাই তো পেসারদের সহায়ক কন্ডিশনে ভারত যে প্রতিদ্বন্দ্বিতামূলক সুবিধা নিয়েছে — এমন অভিযোগ ওঠে প্রতিপক্ষের পক্ষ থেকে। প্রশ্ন উঠে আসে—এই পরিবর্তন আদৌ ‘লাইক ফর লাইক’ কি না?

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টেয়ার কুক সেই সময় এই সিদ্ধান্তকে ‘ম্যাডনেস’ বলে মন্তব্য করেন। কুকের মতে, ‘একজন অলরাউন্ডারের বদলে একজন স্পেশালিস্ট পেসার নামানো দলের জন্য বাড়তি সুবিধা এনে দিয়েছে।’ এমনকি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ম্যাচ শেষে স্পষ্টভাবে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। এটি ‘লাইক ফর লাইক’ বদলি নয়।’

এই ঘটনার জের ধরেই আইসিসি কনকাশন বদলি নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে পাঁচজন সম্ভাব্য কনকাশন বদলির নাম জমা দিতে হবে—একজন ব্যাটার, একজন পেসার, একজন স্পিনার, একজন অলরাউন্ডার এবং একজন উইকেটকিপার। এদের মধ্য থেকেই বদলি নিতে হবে।

তবে যদি বদলি খেলোয়াড়ও চোট পান, তখন রেফারি প্রয়োজনে তালিকার বাইরে থেকে কাউকে নিতে পারবেন, তবে তিনি অবশ্যই ‘লাইক ফর লাইক’ হতে হবে। এর আগের নিয়মেও সিদ্ধান্ত নিতেন ম্যাচ রেফারি, তবে লিখিত তালিকা বা নির্দিষ্ট গাইডলাইন ছিল না। ফলে অনেক সময় দলের পক্ষে সুবিধাজনক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে যেত।

নতুন নিয়মটি কার্যকর হবে ১৭ জুন থেকে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট দিয়ে। ওডিআই ও টি-টোয়েন্টিতে এটি কার্যকর হবে যথাক্রমে ২ ও ১০ জুলাই থেকে।

এছাড়া আইসিসি ওয়ানডে ক্রিকেটেও বল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে। আগে দুই নতুন বল ব্যবহার হতো পুরো ইনিংসে—প্রতিটি প্রান্ত থেকে একটি করে। এখন ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুই বল চালু থাকবে, তবে ৩৫ থেকে ৫০ ওভারে ব্যবহার হবে একটি মাত্র বল, ফিল্ডিং দল বেছে নেবে কোনটি ব্যবহার করবে।

আর যদি ম্যাচ ২৫ ওভারের কমে নেমে আসে, তাহলে ব্যবহার হবে শুধুমাত্র একটি বল। আইসিসির এসব পরিবর্তন মাঠের ভারসাম্য ফিরিয়ে আনবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link