হৃদয়, ইমরুলদের ব্যাটিং ডিসপ্লে

ওয়ানডে দলে ইমরুল কায়েসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান অধিনায়ক তামিম ইকবাল। এমন একটা কথা শোনা যাচ্ছিল ক্রিকেট পাড়ায়। ওয়ানডে দলের ব্যাটিং লাইন আপে পাঁচ নম্বরে নাকি ইমরুল হতে পারেন ভালো চয়েজ। যদিও এবারের বিসিএলে ইমরুল খেলছেন তিন নম্বরে। আজ তিন নম্বরে নেমে খেলেছেন ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস।

আজ ইস্ট জোনের হয়ে সিলেটে নর্থ জোনের বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি। নর্থ জোন আগে ব্যাট করতে নেমে খুব একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি। মার্শাল আইয়ুবের ৫৪ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৬৬ রানে ভর করে তাঁদের মোট সংগ্রহ ছিল ২১৬ রান। ইস্ট জোনের হয়ে বল হাতে নাঈম হাসান নিয়েছেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল দারুণ শুরু এনে দিয়েছিলেন ইস্ট জোনকে। তামিম ৩৮ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। ওদিকে ইমরুল কায়েস ৮১ বল খেলে যোগ করেন ৭১ রান। এছাড়া মিডল অর্ডারে আফিফ হোসেন, শাহাদাত হোসেনরাও ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন। ৩৭ ওভারেই ৬ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় তামিমদের দল। ওদিকে মাহমুদুল্লায় দিয়াদ বল হাতেও নিয়েছেন তিন উইকেট। তবে দলকে জেতাতে পারেননি।

ওদিকে দিনে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল জোন ও সাউথ জোন। এই ম্যাচেও পরে ব্যাটিং করে সাউথ জোন ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। এই ম্যাচে সাউথ জোনের জয়ের নায়ক তৌহিদ হৃদয়। বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটার ব্যাটিং লাইন আপের গুরুত্বপূর্ন সদস্য ছিলেন। এরপর থেকে যেখানে ব্যাট করেছেন সেখানেই রান পেয়েছেন।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে গতবছর রান করেছিলেন। মিডল অর্ডারে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হতে পারেন জয়-শরিফুলদের এই বন্ধু। আজকের ম্যাচেও চার নম্বরে নেমে ৭৮ বলে খেলেছেন ৬৫ রানের অপরাজিত ইনিংস। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

এর আগে ব্যাট করে সাউথ জোনকে মাত্র ২২১ রানের টার্গেট দিয়েছিল সেন্ট্রাল জোন। আজও সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ভালো ব্যাটিং করেছেন। তব দলকে জয় এনে দিতে পারেননি। তাঁর ব্যাট থেকে আজ এসেছে ৫৭ বলে ৪৪ রানের ইনিংস।

বল হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে চার উইকেট নিলেও ছিলেন ভীষণ খরুচে। আজ ১০ ওভার বোলিং করে দিয়েছেন ৬৩ রান। যদিও পরে তাঁর দল সাউথ জোন ম্যাচে জয় তুলে নেয়।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link