ভারতের মাটিতে নিউজিল্যান্ড ভারতকে দিল ‘রিয়েলিটি চেক’

শিভাম দুবের ঝড়ও ঠেকাতে পারল না ভারতের পরাজয়। বিশ্বকাপের আগে নিজেদের মাটিতেই হয়ে গেল রিয়েলিটি চেক। প্রত্যয়ী নিউজিল্যান্ডের সামনে ব্যর্থ ভারতের টপ অর্ডার৷

টি-টোয়েন্টি সিরিজে প্রাপ্তির খাতা একেবারেই শূন্য রাখতে চায়নি সফরকারী নিউজিল্যান্ড। টসে জিতে ভারত ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডকে। ব্ল্যাকক্যাপস দুই ওপেনার শুরু থেকেই চড়াও হন ভারতীয় বোলারদের উপর।

টিম সেইফার্ট তো স্রেফ ২৫ বলেই ফিফটি তুলে নেন। সেই পথেই ছিলেন ডেভন কনওয়ে। কিন্তু তার আর ফিফটি পাওয়া হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। তার বিদায়ের পরপরই আউট হন রাচিন রবীন্দ্র। তখন একটু স্লথ হয় সফরকারীদের রান তোলার গতি।

তবে ইনিংসের শেষ দিকটায় ড্যারিল মিচেল ব্যাট হাতে আগ্রাসী হয়ে ওঠেন মাত্র ১৮ হলে তিনি স্কোরবোর্ডে যুক্ত করেন ৩৯ রান। তার সেই স্বল্প দৈর্ঘ্যের ক্যামিও নিউজিল্যান্ডকে ২০০ রানের গণ্ডি ছাড়াতে সহয়তা করে। বাকিদের ছোট ছোট তবে আক্রমণাত্মক অবদানে ২১৫ রানে থামে নিউজিল্যান্ডের যাত্রা। ভারতের পক্ষে দুইটি করে উইকেট শিকার করেন আর্শদ্বীপ সিং ও কুলদীপ যাদব।

দলের ওপেনাররা ভাল শুরু এনে দিয়েছেন, তাই এদিন বোলাররা আর পিছিয়ে থাকতে চাইলেন না। নিজের ছোড়া প্রথম বলেই অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন ম্যাট হেনরি। ভারতের জন্য সেখান থেকেই লেখা হয় পরাজয়ের পঙক্তি।

রানের চাপে ভীষণ বিপাকে পড়ে যায় ভারতের ব্যাটিং অর্ডার। ভারতের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং অনুপস্থিত থেকে অনেকটা সময়জুড়ে । রিঙ্কু সিংয়ের ৩০ বলে ৩৯ রানের ইনিংসটি যার উৎকৃষ্ট উদাহরণ।

তবে প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে শিভাম দুবে সিদ্ধান্ত করেন পালটা আক্রমণ করার । ইশ সোধির এক ওভারে তিন ছক্কা ও দুই চারে তিনি একাই নেন ২৮ রান। মাত্র ১৫ বলে ফিফটি করে তিনি বনে যান ভারতের তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরিয়ান। স্রেফ ২৩ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংসে সাত সাতটি ছক্কা হাঁকান। কিন্তু তার ওই আগ্রসন কেবলই ব্যবধান কমিয়েছে। তবুও ৫০ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে নিউজিল্যান্ড।

সিরিজ আগেই জিতে নিয়েছিল স্বাগতিকরা। তবুও ভারতের অদম্য এই দলের বিপক্ষে একটি জয়, ভীষণ আত্মবিশ্বাসী করে তুলবে মিচেল স্যান্টনারদের। অধিনায়ক নিজেই তো তিন উইকেট নিয়ে দলের জয়ে রেখেছেন কার্যকর অবদান।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link