সাদা পোশাকেও ভারতের দাপট, জাদেজার অনবদ্য সাপোর্ট

বীন্দ্র জাদেজার অলরাউন্ডিং নৈপুন্যে, প্রায় আট সেশন বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

দাপটের সাথে এশিয়া কাপ জয়ের পর, তিনদিনেই শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। রবীন্দ্র জাদেজার অলরাউন্ডিং নৈপুন্যে, প্রায় আট সেশন বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা।

ষষ্ঠ শতকের অনবদ্য ইনিংস খেলেছিলেন জাদেজা আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে। তার অপরাজিত ১০৪ রানের কল্যাণে ৪৪৮ রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত। এরপর তৃতীয় দিনের সকাল বেলাতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান শুভমান গিল। দ্রুত ম্যাচটি শেষ করার একটা তাড়না ছিল সম্ভবত। কিংবা দাপট দেখানোর সুযোগ কেই-বা হাতছাড়া করতে চায়!

ভারতের ৪৪৮ রানের প্রথম ইনিংসের সংগ্রহে অবশ্য আরও দুই শতকের অবদান কম নয়। একেবারে শান্ত-শীতল ভঙ্গিমায় লোকেশ রাহুলও ছুঁয়ে দেখেছিলেন শতকের মাইলফলক। সেই সাথে তরুণ উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলও পেয়ে যান প্রথমবারের মত টেস্ট শতক হাঁকানোর স্বাদ।

তাতে করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৬ রানের লিড পায় ভারত। এর আগে আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। সে ইনিংসের বল হাতে ভারতের পক্ষে দাপট দেখিয়েছিলেন মূলত পেসাররা। নতুন বলে মোহাম্মদ সিরাজ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন, তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান জাসপ্রিত বুমরাহও। এই দুই জনে মিলে প্রথম ইনিংসে শিকার করেছিলেন সাত উইকেট।

কিন্তু ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে দৃশ্যপট পালটে যায়। সম্মুখ সারিতে চলে আসেন ভারতীয় স্পিনাররা, বিশেষ করে রবীন্দ্র জাদেজা। তিনি একাই চার উইকেট তুলে নিয়ে গুড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের সমস্ত প্রতিরোধ। মাঝে মোহাম্মদ সিরাজ বল হাতে ফেরেন, দেখান নিজের মায়াবি সিমের ব্যবহার। তাছাড়া লেন্থের তারতম্য ঘটিয়ে তিনিও তুলে নেন তিনটি উইকেট।

এরপর ভারতের জয় ছিল স্রেফ সময়ের ব্যাপার। মধ্যাহ্ন বিরতির পর গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দাপুটে জয় দিয়েই সিরিজ শুরু করল শুভমান গিলের ভারত। সমতার ইংল্যান্ড সফর শেষে ঘরের মাঠে এই দাপট ভারতকে উজ্জীবিত করবে নিঃসন্দেহে। শুরুর ধাক্কা কাটিয়ে দৃঢ়তার প্রতিমূর্তি হয়ে উঠছেন গৌতম গম্ভীর। এসব কিছুই তো ভারতের প্রেক্ষাপটে ভীষণ ইতিবাচক।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link