ভারতের বিস্ময়কর ব্যাটিং পতন

বাকি সব আনুষ্ঠানিকতা শেষে ৪৬ রানে ইতি ঘটে ভারতের প্রথম ইনিংসের, এই ম্যাচে অন্তত ঘুরে দাঁড়ানো দু:সাধ্য হবে তাঁদের জন্য। তবে অ্যাডিলেড দু:খ গাঁথার পর যেভাবে প্রত্যাবর্তনের রঙিন কাব্য লিখেছিল সেখান থেকে চাইলেই অনুপ্রেরণা নিতে পারে তাঁরা।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া অবিশ্বাস্য একটা কাণ্ড ঘটিয়েছিল, স্রেফ ৩৬ রানে গুটিয়ে দিয়েছিল ভারতকে। টেস্ট ইতিহাসে এটিই তাঁদের সর্বনিন্ম রানের রেকর্ড। অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ড সেই স্মৃতি ফিরিয়ে আনলো আবার, তবে এবার আর বিদেশের মাটিতে নয় বরং ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে লজ্জার সাগরে ডুবলো টিম ইন্ডিয়া।

স্রেফ ৪৬ রানে অলআউট হয়েছে ভারত, নিজেদের ইতিহাসে এটি তৃতীয় সর্বনিন্ম দলীয় সংগ্রহ। কিন্তু স্বাগতিক হিসেবে এটিই সর্বনিন্ম, এর আগে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়েছিল তাঁরা। অর্থাৎ ৩৭ বছরের পুরনো রেকর্ড লেখা হলো নতুন করে। শুধু তাই নয়, এশিয়ার মহাদেশেও ৪৬ রান এখন সর্বনিন্ম রানের রেকর্ড। ১৯৮৬ ও ২০০২ সালে ৫৩ রানে থেমেছিল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

কিউইদের প্রতিশোধের একটা ব্যাপারও ছিল অবশ্য, বছর তিনেক আগে মুম্বাই টেস্টে মাত্র ৬২ রানে তাঁদের অলআউট করেছিল ভারত। সেটার জবাবই বোধহয় দিলেন কেন উইলিয়ামসনের দল।

বৃষ্টির কারণে প্রথমদিন পুরোটা ভেসে গিয়েছিল, তবু টসে জিতে রোহিত শর্মা বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সেটাই কাল হয়ে এসেছে স্বাগতিকদের জন্য। শুরুটা করেছিলেন টিম সাউদি, ঝড়ের প্রথম আঘাত এসে পড়ে রোহিতের ওপরেই। ইনসুইংয়ে পরাস্ত হয়ে স্ট্যাম্প ভাঙ্গে তাঁর।

রানের খাতাই খুলতে পারেননি আরেক অভিজ্ঞ বিরাট কোহলি, গ্লেন ফিলিপ্সের অবিশ্বাস্য ক্যাচে শূন্য রানে ফিরে যান তিনি। একই পরিণতি বরণ করেছেন সরফরাজ খানও, প্রাথমিক বিপর্যয় অবশ্য সামাল দিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং ঋষাভ পান্ত। কিন্তু সেই জুটি ভাঙ্গতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ – ত্রি আর অর্থাৎ রাহুল, রবীন্দ্র আর রবিচন্দন সাজঘরে ফিরেছেন স্কোরবোর্ডে কোন অবদান না রেখেই।

বাকি সব আনুষ্ঠানিকতা শেষে ৪৬ রানে ইতি ঘটে ভারতের প্রথম ইনিংসের, এই ম্যাচে অন্তত ঘুরে দাঁড়ানো দুঃসাধ্য হবে তাঁদের জন্য। তবে অ্যাডিলেড দুঃখ গাঁথার পর যেভাবে প্রত্যাবর্তনের রঙিন কাব্য লিখেছিল সেখান থেকে চাইলেই অনুপ্রেরণা নিতে পারে তাঁরা।

Share via
Copy link