‘সাবেক’ অধিনায়ককে ফিরিয়ে আনবে ভারত?

ভবিষ্যতের ভাবনা নিয়ে এগিয়ে যাবে নাকি থমকে থাকবে একই জায়গায়? এমন একটা প্রশ্নের জন্ম হয়েছে ভারতের ক্রিকেট পাড়ায়।

ভবিষ্যতের ভাবনা নিয়ে এগিয়ে যাবে নাকি থমকে থাকবে একই জায়গায়? এমন একটা প্রশ্নের জন্ম হয়েছে ভারতের ক্রিকেট পাড়ায়। মূলত টেস্ট দলের অধিনায়কত্ব ফেরত পেতে চেয়েছিলেন দলের একজন সিনিয়র ক্রিকেটার। সেকারণেই এমন প্রশ্নের উৎপত্তি।

গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারত প্রত্যাশামাফিক পারফরম করতে পারেনি। এমনকি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া। এছাড়াও দলের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের অফফর্ম, ইনজুরি- এসব বিষয় খানিকটা নড়বড়ে করে দিয়েছিল ভারতের টেস্ট দলকে। তাইতো টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র শুরু হওয়ার আগে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ।

রোহিত শর্মা অবসর নিলেও, বিরাট কোহলি এখনও টেস্ট ক্রিকেটের বনেদী ফরম্যাটকে বিদায় বলেননি। তবে তারও গোধুলি রেখা যে স্পষ্ট। তাইতো তার বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। তাছাড়া বয়সের কারণে বিরাট-রোহিতদের টেস্ট পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়ছে। সে কারণেই তাদের ছেটে ফেলা হবে- এমন গুঞ্জনও চাওড় হয়েছে। সেই গুঞ্জনের মাঝেই বিদায় বলে দিলেন রোহিত।

তবে এই মুহূর্তে ভারতের মূল সমস্যা টেস্ট দলের অধিনায়কত্ব। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্রে প্রবেশ করবে ভারত। সেই সিরিজের জন্যে জরুরি ভিত্তিতে এখন অধিনায়ক খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে। কে হবেন অধিনায়ক, সে নিয়ে দ্বিধায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

গেল বছরে অস্ট্রেলিয়া সিরিজে রোহিত দু’টো টেস্ট ম্যাচে ছিলেন মাঠের বাইরে। প্রথম ম্যাচটি তিনি খেলেলনি ব্যক্তিগত কারণ দেখিয়ে। পঞ্চম ম্যাচে তিনি দল থেকে বাদ পড়েছিলেন ব্যাট হাতে খারাপ সময়ের কারণে। সেই সময়ে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। স্বাভাবিকভাবে রোহিতের পরিবর্তে বুমরাহই হবেন নতুন অধিনায়ক।

কিন্তু বুমরাহর ইনজুরি প্রবণতা রয়েছে। মাত্রাটা বাকিদের চাইতে বেশি। তাছাড়া তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তাকে হয়ত অধিনায়কত্ব দিতে চাইবে না ভারত। সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভমান গিল। তিনি ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোহিতের ছত্র-ছায়ায় গিলকে প্রস্তুত করার ভাবনা ছিল দলের টিম ম্যানেজমেন্টের। কিন্তু সে পরিকল্পনা স্থগিত হয়েছে রোহিতের অবসরে। তাইতো অধিনায়ক হওয়ার দৌড়ে এই মুহূর্তে ঋষাভ পান্তের নামও বেশ জোরালভাবে উচ্চারিত হচ্ছে।

কিন্তু এতসব ঝামেলার মাঝে একজন সিনিয়র ক্রিকেটার ফের অধিনায়ক হওয়ার দাবি জানিয়েছেন বলেই অন্দরমহল থেকে আভাস মিলছে। কিন্তু নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট সবাই সাফ মানা করে দিয়েছেন- সেই সিনিয়র ক্রিকেটারের প্রস্তাবকে।

ভারত ভবিষ্যতের ভাবনা থেকেই এমন রুঢ় সিদ্ধান্ত নিয়েছে। তারা বরং এগিয়ে যেতে চায়, নতুন দিনের পরিকল্পনার ছক কষতে চায়। সে জন্যে নতুন কোন দর্শনের অন্তর্ভুক্তির কথা ভাবছে ভারত। শেষ অবধি এই অধিনায়ক নির্ধারণের জল কতদূর অবধি গড়ায়- সেটা সময়ের সাথে সাথে পরিষ্কার হবে।

Share via
Copy link