শামি নেই ভারতের ভাবনায়, বিকল্প আছে হাতের কাছে?

ভারতের ক্রিকেটা পাড়ায় এখন আলোচনার বিষয়বস্তু মোহাম্মদ শামি। কিন্তু কেন?

ভারতের ক্রিকেটা পাড়ায় এখন আলোচনার বিষয়বস্তু মোহাম্মদ শামি। কিন্তু কেন? এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট। পার্থ টেস্টে জাসপ্রিত বুমরাহ দূর্দান্ত বোলিং করেছেন। তাকে যথাযথ সঙ্গ দিয়ে গেছেন মোহাম্মদ সিরাজ। অন্যদিকে হার্শিত রানা নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন।

কিন্তু অ্যাডিলেড টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিল ভারতের পেস আক্রমণ। আর ঠিক সে কারণেই আবারও মোহাম্মাদ শামি ফিরেছেন আলোচনায়। তাকে টেস্ট দলের একাদশে দেখতে চাইছেন অনেকেই। ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও ভারতের পেস আক্রমণে শামির অভাব অনুভব করছেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর মোহাম্মদ শামিকে আর দেখা যায়নি ভারতের জার্সি গায়ে। মূলত অ্যাকিলিস টেন্ডনের ইনজুরির কারণেই তিনি দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। অস্ত্রপচার করে তিনি মাঠ ফিরলেও পুরোপুরি ফিট এখনও হননি। যদিও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে টানা খেলে যাচ্ছেন তিনি। তবুও তার হাঁটুতে রয়েছে কিঞ্চিৎ চোটের আনাগোনা।

তবুও ভারতের ক্রিকেট মহলে শামিকে দলে অন্তর্ভুক্ত করবার জোর গুঞ্জন উঠেছে। জাসপ্রিত বুমরাহকে সাহায্য করবার জন্যে অভিজ্ঞ আরেকজন বোলারের প্রয়োজন একাদশে। শামি পারফরম করছেন বলেই তাকে নিয়ে আলোচনা ঘনিভূত হয়েছে।

কিন্তু ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা কোন প্রকার ঝুঁকি নিতে নারাজ। বোর্ডার-গাভাস্কার ট্রফি বেশ সম্মানীয় এক টেস্ট সিরিজ। এছাড়া এই সিরিজের উপর ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যতও ঝুলে আছে। তাইতো একজন খেলোয়াড়ের বিষয়ে শতভাগ নিশ্চিত না হয়ে, দল তাকে দেশ থেকে উড়িয়ে নিতে নারাজ।

এজন্য হাতে থাকা সম্ভাব্য বিকল্প নিয়ে পরিকল্পনার ছক কষতে শুরু করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তারা আপাতত শামির কথা ভুলে যেতে চাইছেন। বয়স ও অভিজ্ঞতা বিচারে শামির সমকক্ষ পেসার যদিও নেই ভারতের স্কোয়াডে। কিন্তু ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথেই রয়েছে মুকেশ কুমার।

যেকোন প্রয়োজন মুকেশ কুমারকে বাজিয়ে দেখতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে ভিন্ন একটা প্রশ্নের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়া সফর। ধকল বেড়ে যাচ্ছে জাসপ্রিত বুমরাহের। এই ধকল নতুন কোন ইনজুরি বয়ে নিয়ে আসে কি-না সেটাই দুশ্চিন্তার কারণ। বুমরাহের ইনজুরি প্রবণতা নতুন নয়। তখন ভারতের বোলিং ডিপার্টমেন্ট আরও নড়বড়ে হয়ে যাওয়ার শঙ্কা।

ঠিক এসব কারণেই মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি প্রয়োজন হয়ত। যদিও দলের উপর আস্থা রেখেই টিম ম্যানেজমেট প্রস্তুতি নিচ্ছে ব্রিজবেন টেস্টের জন্যে। অন্যদিকে মোহাম্মদ শামিকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই। মাঠে তিনি কেমন করছেন ও নতুন ইনজুরি মাথা চাড়া দিচ্ছে কি-না সে বিষয়ের উপর নির্ভর করবে তার প্রত্যাবর্তন।

Share via
Copy link