ভারতের নতুন লেগ স্পিন হাতিয়ার

নি:সন্দেহে বিশ্বমানের দল ভারত। যার প্রধান ঘূর্ণি খুটি রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। তাতে যশস্বীর লেগি যোগ হলে তা হয়ে পড়বে আরও মারাত্মক। তাই, সিরিজ টিতে সাকিব-লিটনদের বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও হওয়া চাই সমান পারদর্শী। 

দুয়ারে  বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজ। নি:সন্দেহে এটা বছরের অন্যতম জমজমাট টেস্ট সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশের তুখোড় ফর্মের তোড়ে তাইতো ভারত গড়ে তুলছে এক নতুন হাতিয়ার। কি হতে যাচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীরের সেই অভিনব অস্ত্র? কিভাবেই বা তা কাজে লাগাবেন দলনেতা রোহিত শর্মা।

সিরিজ প্রস্তুতির শুরুতেই ভারত চালায় কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে যশস্বী জয়সওয়াল। টেস্ট বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পাচ্ছেন তিনি। তবে এবার এক ভিন্ন যশশ্বীর গল্প বলবো। তা হলো বোলার জয়েসওয়াল।

কি শুনে চমকে গেলেন বুঝি? চমকানোরই কথা। এই টেস্ট সিরিজের আগে তিনি কেবল এক ওভার বল করেছেন৷ তবে সামনে বাংলাদেশ টেস্ট এ তিনি একজন লেগ স্পিন অপশন হিসেবে থাকবেন। সাধারণত ভারতীয় ঘূর্ণির একচ্ছত্র প্রতিনিধি অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। বিশেষত টেস্টে। তবে, এবার তাদের বিকল্প হিসেবে থাকবেন তরুণ লেগী জয়সওয়াল। নেটে তার লেগস্পিন বেশ কার্যকর ফলাফল দিচ্ছে।

তাই সিরিজটিকে বাংলাদেশ ও সহজে নেয়নি। অধিনায়ক শান্ত একে চ্যালেঞ্জিং বলে অভিহিত করেছেন। আরও উল্লেখ করেন, বিশেষত পাকিস্তানের সিরিজ জয়ের দলে এসেছে আত্মবিশ্বাস। তাই তারাও এই সিরিজ কে দেখছেন একটি সুযোগ হিসেবে। দলনেতা শান্তর লক্ষ্য দুইটি ম্যাচেই জয় লাভ করা। তবে তাঁর জন্য প্রয়োজন অধ্যাবসায়। 

নি:সন্দেহে বিশ্বমানের দল ভারত। যার প্রধান ঘূর্ণি খুটি রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। তাতে যশস্বীর লেগি যোগ হলে তা হয়ে পড়বে আরও মারাত্মক। তাই, সিরিজ টিতে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও হওয়া চাই সমান পারদর্শী। 

Share via
Copy link