সেরা ভারতীয় শিকারি

ভারতের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ। দুই ফরম্যাট মিলিয়ে তিনটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিকবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে দলটি। একই সাথে টেস্ট র‌্যাংকিংয়েও দলটা থাকে ওপরের দিকেই। আর এই সমৃদ্ধ পথচলাটা সম্ভব হয়েছে লড়াকু সব খেলোয়াড়দের জন্যই।

আর খেলোয়াড় মানেই সেখানে একগাদা বোলারও আছেন। এক সময়কার স্পিন নির্ভর দল কালক্রমে পেস বোলিংয়েও দক্ষতা এনেছে। তাই, ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পেসার আর স্পিনারদের মোটামুটি সমতাই আছে। চলুন, আলোচনা করা যাক সেই সকল বোলারদের নিয়ে যারা কিনা ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে।

  • জহির খান

২০০০ সালের অক্টোবর মাসে কেনিয়ার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচ দিয়ে ভারত জাতীয় দলে অভিষেক হয় ভারতের সফলতম বাঁ-হাতি পেসার জহির খানের। তারপর তিনি ভারতের জার্সি গায়ে তিন ফরম্যাট মিলিয়ে ম্যাচ খেলছেন ৩০৯টি।

যার মধ্যে ওয়ানডে ক্রিকেটার আধিক্যই বেশি। ২০০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা ২৮২টি। বাকি ৯২টি টেস্টে ৩১১ ও মাত্র ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৭টি। সব মিলিয়ে ৬১০টি উইকেট শিকার করে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

  • রবিচন্দ্রন অশ্বিন

ভারত বর্তমান জাতীয় দলে সবচেয়ে অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য বোলারদের একজন ডান-হাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে ২০২১ সালটা বেশ দারুণভাবেই কাটাচ্ছেন অশ্বিন। ৫২ উইকেট নিয়ে রয়েছেন বিশ্বে সবার উপরে। তাঁর হাতে সুযোগও থাকছে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। তবে তাঁর কাছে আরও সুযোগ থাকছে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় আরেকটু উপরে উঠে যাবার।

যেহেতু আজকের তালিকায় একমাত্র তিনিই এখনও খেলছেন জাতীয় দলের হয়ে। বর্তমানে ভারতীয় বোলারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন অশ্বিন উইকেটের সংখ্যা বিবেচনায়। সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ২৪৩টি ম্যাচে অংশ নিয়ে অশ্বিন উইকেট শিকার করেছেন সর্বোমোট ৬৫৯টি। যার মধ্যে সাদা পোশাকে তাঁর উইকেট সংখ্যা ৪৪২ টি।

  • কপিল দেব

ভারতের কিংবদন্তি, প্রথম পোস্টার বয় কপিল দেব রয়েছেন আজকের তালিকার তৃতীয় স্থানে। ভারতকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল তাঁর খেলোয়াড়ি জীবনে দুইটি ফরম্যাটে খেলেছেন টেস্ট ও ওয়ানডে। এই দুই ফরম্যাট মিলিয়ে ৩৫৬টি।

টেস্ট ১৩১টি ও ওয়ানডে ২২৫টি। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ওয়ানডেতে নেওয়া উইকেটের প্রায় দ্বিগুণ। ওয়ানডেতে কপিল উইকেট নিয়েছেন ২৫৩টি। অন্যদিকে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৪৩৪টি। মোট মিলিয়ে কপিল দেব তাঁর জাতীয় দলের ক্যারিয়ারে উইকেট নিয়েছেন মোট ৬৮৭টি।

  • হরভজন সিং

সম্প্রতি সব ধরণের ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় স্পিন বোলার হরভজন সিং ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়াও ভারতের হয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জয় করেছেন কিংবদন্তি এই স্পিনার। ভারতের হয়ে মোট ১০৩ টি টেস্ট খেলেছেন।

সেখানে তাঁর ঝুলিতে আছে মোট ৪১৭ উইকেট। এছাড়া ২৩৬ ওয়ানডে ম্যাচেও তাঁর ঝুলিতে আছে ২৬৯ উইকেট। এছাড়া ২৮ টি-টোয়েন্টি ম্যাচেও নিয়েছেন ২৫ উইকেট। সব মিলিয়ে ভারতের হয়ে ৭০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেই ৭০৭ উইকেটের একটি পরিসংখ্যান নিয়ে হরভজন সিং বিদায় জানালেন ক্রিকেটকে।

  • অনিল কুম্বলে

টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশটি উইকেট শিকারের রেকর্ডটা গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি অফ-স্পিনার অনিল কুম্বলে। ভারতের সবচেয়ে সফল বোলার তিনি। সব ফরম্যাট মিলিয়ে তিনি নিজের উইকেটের পরিসংখ্যানকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন সেই উচ্চতা পেড়োতে বেশ বেগ পোহাতে হতে পারে ভারতীয় পরবর্তী প্রজন্মকে।

ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘ হলেই তিনি হয়ত ছুঁয়ে ফেলতেন ১০০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক। ৯৫৭ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন বিশ্ব রেকর্ডধারী এই ভারতীয় বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০৩টি ম্যাচে অংশ নিয়েছেন অনিল কুম্বলে। ওয়ানডেতে ৩৩৭ উইকেটের বিপরীতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link