ভিনদেশে ভারতের সেরা অস্ত্র

দেশের বাইরে ক্রিকেট খেলাটা প্রতিটা ক্রিকেটারের জন্যই বাড়তি চ্যালেঞ্জ। অচেনা কন্ডিশন, অচেনা পিচে নিজের স্বাভাবিক খেলাটাও অনেক ক্রিকেটারই খেলতে পারেননা। বিশেষ করা বোলাররা বাইরের কন্ডিশনেই খেই হারিয়ে ফেলেন। ভারতের বোলারদের ক্ষেত্র এই অভিযোগ বেশ পুরনো।

তবে ভারতে এমন কিছু বোলার এসেছেন যারা বাইরের মাটিতেও ভীষণ ভাবে সফল। তাঁরা ঘরে ও ঘরের বাইরে দুই জায়গাতেই সমান তালে উইকেট নিয়ে গিয়েছেন। ভিন্ন কন্ডিশনের পরীক্ষায় তাঁরা শতভাগ পাশ। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারীদের নিয়েই আজকের এই আয়োজন।

  • হরভজন সিং

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। দেশটির হয়ে মোট ১০৩ টি টেস্ট খেলেছেন তিনি। সেখানে তাঁর ঝুলিতে আছে ৪১৭ টি উইকেট। সব মিলিয়ে তাঁর ক্যারিয়ার বোলিং গড় ৩২.৪৬। ওদিকে বিদেশের মাটিতে তিনি খেলেছেন ৪৮ টি টেস্ট। সেখানে ৩৮.৯০ বোলিং গড়ে তাঁর ঝুলিতে আছে ১৫২ উইকেট। তিনি বিদেশের মাটিতে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।

  • ইশান্ত শর্মা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইশান্ত শর্মার ঝুলিতে যোগ হয়েছে বিদেশের মাটিতে ২০০তম উইকেট। ডানহাতি এই পেস বোলার ঘরের বাইরে খেলেছেন ৬১ টি টেস্ট ম্যাচ। সেখানে ৩২.৮১ গড়ে তাঁর ঝুলিতে আছে ২০০ টি উইকেট। ওদিকে ৩২ বছর বয়সী এই পেসার দেশের বাইরে পাঁচ উইকেট নিয়েছেন মোট ৯ বার। একবার দশ উইকেটও নিয়েছেন তিনি। সবমিলিয়ে ভারতের হয়ে খেলা ১০২ টেস্টে তাঁর ঝুলিতে আছে ৩০৪ টি উইকেট। দেশের বাইরে ভারতের বোলিং লাইন আপের মূল ভরসা হয়ে উঠেছেন ইশান্ত।

  • জহির খান

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার জহির খান। ভারতের হয়ে ৯২ টি টেস্ট ম্যাচ খেলেছেন এই পেসার। সেখানে তাঁর ঝুলিতে আছে ৩১১ উইকেট। তবে এর বেশিরভাগ উইকেটই এসেছে দেশের বাইরে। বিদেশের মাটিতে ৫৪ টেস্ট খেলে জহির খান তুলে নিয়েছিলেন ২০৭ টি উইকেট। সেখানে তাঁর বোলিং গড় ৩১.৪৭। দেশের বাইরে মোট ৮ বার পাঁচ উইকেট ও একবার দশ উইকেট নিয়েছেন তিনি।

  • কপিল দেব

ঘরের বাইরের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কপিল দেব। ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ঘরের বাইরে তুলে নিয়েছেন মোট ২১৫ টি টেস্ট উইকেট। ডানহাতি এই পেসার বিদেশের মাটিতে ৬৬ টি টেস্ট খেলে এই কীর্তি করেন। সেখানে তাঁর বোলিং গড় ছিল ৩২.৮৫। ঘরের বাইরে মোট ১২ বার পাঁচ উইকেট নিয়েছেন কপিল দেব। এছাড়া সবমিলিয়ে দেশটির হয়ে ১৩১ টি টেস্ট খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। সেখানে ২৯.৩৪ গড়ে তাঁর ঝুলিতে আছে ৪৩৪ উইকেট।

  • অনিল কুম্বলে

অনিল কুম্বলে ভারতের ক্রিকেট ইতিহাসে তো বটেই, বিশ্বের ইতিহাসেরই অন্যতম সেরা স্পিনার। ঘরের বাইরের ভারতের সেরা কিংবদন্তি এই স্পিনার। ভারতের হয়ে ১৩২ টি টেস্ট খেলে ৬১৯ টি উইকেট নিয়েছেন লেগস্পিনার। তাঁর ক্যারিয়ার বোলিং গড় ২৯.৬৫। ওদিকে ঘরের বাইরেও কুম্বলের ঝুলিতে আছে ২৬৯ টি উইকেট। ৬৯ টেস্ট খেলে এই কীর্তি করেন কুম্বলে। দেশের বাইরে তাঁর বোলিং গড় ছিল ৩৫.৮৫। দেশের বাইরে মোট ১০ বার পাঁচ উইকেট ও ১ বার দশ উইকেট নেয়ার কীর্তি আছে তাঁর। সবমিলিয়ে দেশ ও দেশের বাইরে ভারতের সফলতম  বোলার ছিলেন অনিল কুম্বলে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link