ভারতের অক্ষয় হিরেমাথ, আইপিএল থেকে বাংলাদেশের অ্যানালিস্ট

সংখ্যার ভাষায়, টেকনিক্যাল বোঝাপড়া আর প্রতিপক্ষ বিশ্লেষণ—সব মিলিয়ে টাইগারদের জন্য তিনি কতটা গেম-চেঞ্জার হয়ে উঠতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

বাংলাদেশ জাতীয় দলে নতুন মুখ—ভারতের অক্ষয় হিরেমাথ। তিনি পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাথে। ইতোমধ্যেই সিলেটে দলের সঙ্গে কাজও শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তি এক বছরের, যা চলবে ২০২৬ সালের জুলাই পর্যন্ত। পুরো সময়ে তিনি পাবেন ১৫ হাজার ডলার বেতন, যা দেওয়া হবে তিন কিস্তিতে।

অক্ষয়ের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। আইপিএলের আলো ঝলমলে মঞ্চে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করেছেন। ছিলেন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী বিশ্লেষক হিসেবে। ভারতের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় কাজ করার পাশাপাশি সম্প্রতি মহারাজা টি–টোয়েন্টি ট্রফিতে গুলবার্গা মিস্টিকসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, কাদাম্বা টেকনোলজিস নামের ভারতীয় স্পোর্টস ডেটা প্রোভাইডারের সঙ্গে তিন বছর কাটিয়েছেন অক্ষয়।

তবে এবার চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক দলে প্রধান পারফরম্যান্স অ্যানালিস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মানে এই প্রথমবার সব সিদ্ধান্তের কেন্দ্রে থাকবেন তিনি, সরাসরি দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করবেন। এর আগেও বাংলাদেশ দলে খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন। কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), ফরচুন বরিশালের হয়ে।

অক্ষয়ের দায়িত্ব হবে প্রতিপক্ষের শক্তি–দুর্বলতা খুঁজে বের করা, বাংলাদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করা, আর সঠিক সময়ে কোচ ও অধিনায়ককে পরামর্শ দেওয়া। আধুনিক ক্রিকেটে ডেটার গুরুত্ব যেভাবে বাড়ছে, তাতে এই ভূমিকা হয়ে উঠতে পারে অনেক বড় ফ্যাক্টর।

বাংলাদেশ দলের সামনেই ব্যস্ত সূচি। ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবে লিটন দাসের দল। সেখান থেকে সরাসরি উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে, এশিয়া কাপ খেলতে। ব্যস্ততার শুরুতেই অক্ষয়ের বিশ্লেষণী ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সংখ্যার ভাষায়, টেকনিক্যাল বোঝাপড়া আর প্রতিপক্ষ বিশ্লেষণ—সব মিলিয়ে টাইগারদের জন্য তিনি কতটা গেম-চেঞ্জার হয়ে উঠতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

Share via
Copy link