নারী ওয়ানডে বিশ্বকাপের সূচনাটা শুভ হলো ভারতের। গুয়াহাটিতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারাল তারা। আত্মবিশ্বাসী জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল হারমানপ্রীত কৌরের দল।
নামের পাশে এখনও চ্যাম্পিয়নের টাইটেল জেতা হয়নি ভারতের। তাই তো এবার আটঘাট বেধেই নেমেছিল তারা। এদিন অবশ্য টস ভাগ্যে জিতেছিল শ্রীলঙ্কা। তবে ব্যাটে নেমে ভারতের শুরুটা হয় বেশ দারুণ ভাবেই।
যদিও ১৪ রানের মাথায় সৃতি মান্দানাকে হারায় ভারত। তবে এরপর চাপ সামলে ওঠেন প্রতীকা রাওয়াল এবং হার্লিন দিউল। ৮১ রানের মাথায় প্রতীকা ফিরে গেলে এরপরই যেন ধস শুরু হয়। ১২৪ রানেই হারিয়ে যায় ছয় ছয়টি উইকেট। লঙ্কান স্পিনার ইনোকা রানবীরাই একাই শিকার করেন চার উইকেট, ভারতকে ফেলেন হুমকির মুখে।

তবে পরের গল্পটা দীপ্তি শর্মা ও আমানজোত কৌরের। সপ্তম উইকেটে জুটিতে ৯৯ বলে ১০৩ রান তোলেন তারা। আমানজোতের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৫৭, আর দীপ্তি করেন ৫৩ বলে ৫৩ রান। আর শেষ দিকে স্নেহ রানার ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ভারত ৪৭ ওভার শেষে তোলে ২৬৯ রানে।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও বেশ ভালো শুরু করে। ১৫ ওভারের আগে স্কোরবোর্ডে রান দাঁড়ায় ৮২। তবে আবারও দীপ্তি শর্মা আশার দূত হয়ে আসেন ভারতের জন্য। ৪৩ রান করা চামারি আতাপাত্তুকে বোল্ড করে ম্যাচের গতি পাল্টে দেন।
এরপর লঙ্কান ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। শেষটাতে ৪৫.৪ ওভারে ২১১ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। বল হাতে দীপ্তি শর্মা ৫৪ রানে নেন ৩ উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ৫৯ রানের জয় পায় স্বাগতিকরা।

প্রথম ম্যাচেই নিজেদের আধিপত্য দেখাল ভারত। স্বাগতিকদের শুরুটাও হলো বেশ শক্তিশালী ভাবেই। এখন দেখার শেষটাতেও জয়ের ধারা বজায় রেখে শিরোপার স্বাদ পায় কি না!











