গুরু পাপে লঘুদণ্ড হারমানপ্রীতের

বড় কোনো সাজা হল না হারমাপ্রীত কৌরের। তাঁর ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে রাখা হয়েছে। এছাড়াও তিনি চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

বড় কোনো সাজা হল না হারমাপ্রীত কৌরের। তাঁর ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে রাখা হয়েছে। এছাড়াও তিনি চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। মানে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ৫০ শতাংশ কাটা হয়েছে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙার জন্য। আর বাকি ২৫ শতাংশ কাটা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলার জন্য।

হারমানপ্রীত তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন স্ট্যাম্প ভেঙে, আর একটি পেয়েছেন আম্পায়ারিংয়ের সমালোচনা করে। ম্যাচ রেফারির রিপোর্টের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, হারমানপ্রীত ছাড়া দলের অন্য কেউ কোনো সাজা পাননি।

বাংলাদেশ নারী দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে, হারমানপ্রীত কৌরের ঘটনা মিরপুরে আগুন ঝরিয়েছে। মাঠেই আউট হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন তিনি। পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে প্রশ্ন তুলেছেন আম্পায়ারিং নিয়ে।

তিনি বলেন, ‘এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। মাঠের ক্রিকেটের বাইরে গিয়ে যদি বলি, আম্পায়ারিংয়ের যেমন নজির আমরা দেখলাম, সেটা দেখে তো আমরা বিস্মিত হয়ে গিয়েছি! পরেরবার বাংলাদেশে খেলতে আসার আগে এটার ব্যাপারে সতর্ক হয়ে আসতে হবে।

এখানেই শেষ নয়। বাংলাদেশের সাথে ট্রফি ভাগাভাগির ফটোসেশনেও আম্পারিং নিয়ে কথা বলেছেন। এমনকি কটুক্তি করেছেন বাংলাদেশের খেলোয়াড়দেরও। যেটার রেশ ছিল দু’দলের সংবাদ সম্মেলনেও।

ফলশ্রুতিতে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলকেও সরব হতে হয়। আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলারও আশ্বাস দেন তিনি।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে। তবে, তৃতীয় ম্যাচ টাই হওয়া ট্রফি ভাগাভাগি করে নিতে হয়। তবে, ম্যাচ ছাপিয়ে হারমানপ্রীতের ঘটনাই আলোচনার রসদ যোগাচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...