ফাইনালে ভারতের একাদশে থাকছেন কারা?

এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় স্কোয়াডে বড় এক ধাক্কা। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পাওয়া অক্ষর প্যাটেলকে পাওয়া যাবে না ফাইনালের মঞ্চে। তাঁর পরিবর্তে এরই মধ্যে যুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। 

যদিও স্কোয়াডে ঠাঁই পেলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই এ স্পিনারের জন্য। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আর কুলদ্বীপ যাদব। 

কলম্বোর ফাইনালে এ পাঁচ ক্রিকেটার নিশ্চিতভাবেই ফিরছেন। সে ক্ষেত্রে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন তিলক ভার্মা, সুরিয়াকুমার যাদব, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা। 

সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপ শিরোপা জিতেছিল ভারত। ৫ বছর বাদে আবারো এশিয়া কাপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এ দিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার চোখও রয়েছে শিরোপা ধরে রাখার দিকে। সে যাত্রায় তাদের বাঁধা হয়ে এসেছে মাহিশ থিকশানার ইনজুরি। চলতি এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন এ স্পিনার। 

এশিয়া কাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা শেষবার মুখোমুখি হয়েছিল ২০১০ সালে। সে বার ডাম্বুলার ফাইনালে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়েছিল ভারত।

  • এশিয়া কাপ ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমাম গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link