তিন টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে প্রায় ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিলো অজিরা। এরপর ২৪ বছরেও পাকিস্তানের মাটিতে হয়নি দুই দলের কোনো দ্বীপাক্ষিক সিরিজ। তবে এই সিরিজকে ঘিরে কিছুটা বিপাকে পড়তে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো (আইপিএল)।
৪ মার্চে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার পুরো সিরিজ। পরের দিন ৬ই এপ্রিল আইপিএল খেলতে নিলামে বিক্রি হওয়া অজি ক্রিকেটাররা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলেও সেখানে ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যার কারণে ১১ এপ্রিলের আগে আইপিএলে এভেইলেবল থাকবে না পাকিস্তান সফরে থাকা অজি দলের কেউই।
এদিকে আগামি ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে বসবে ১৫তম আইপিএলের নিলাম। সেখানে ৪৭ জন অজি ক্রিকেটারের নাম নিলামে তোলা হবে বলে নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এখান থেকে বিক্রি হওয়া অজি ক্রিকেটারদের কেউ পাকিস্তান সফরে থাকলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা না করায় নিশ্চিত হওয়া যাচ্ছে না কারা আইপিএলের প্রথমদিকের কিছু ম্যাচে থাকতে পারবে না।
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের এবারের নিয়ম অনুযায়ী ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সব খেলোয়াড়কেই। তাই অজিদের ১১ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এটা এখনো দেরী আছে! নিলামের পর দেখা যাবে কারা পাকিস্তান সফরে খেলবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা না করলেও ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, জশ হ্যাজেলউড, মিশেল মার্শ, প্যাট কামিন্সরা নাম দিয়েছেন এবারের আইপিএলের নিলামে। এবারের মেগা অকশনে ৪৭ অজি ক্রিকেটারের নাম উঠানো হবে। এছাড়া গ্লেন মেক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিসকে রিটেইন করেছে তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পাওয়া নিয়েও আছে বেশ অনিশ্চয়তা। দুই দলের মধ্যে তিন টেস্টে খেলার কথা আছে। আর সাদা পোশাকে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বেশ কিছু ম্যাচে মিস করবেন আইপিএলে। একই সাথে ওই সময় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার কিছু ক্রিকেটাররাও মিস করতে পারেন কিছু সংখ্যক ম্যাচ। তবে সব শঙ্কা কাটবে আসন্ন আইপিএলের মেগা অকশনের পরই!