আইপিএলের নেট বোলার খেলতে চান ইংল্যান্ডের হয়ে

ভারতীয় বংশোদ্ভূত এক বিস্ময় বালককে নেট বোলার হিসেবে নিয়োগ দিয়েছিলো আইপিএলের দল দিল্লী ক্যাপিটালস। বয়স মোটে ১৮ বছর। ইংল্যান্ডের স্কুল ক্রিকেট থেকে তিনি এসেছেন ভারতে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রোজই কিছু আশাজাগানিয়া তরুণ ক্রিকেটার তুলে আনে, যাদের নিয়ে চর্চা শুরু হয় বিশ্ব ক্রিকেট মহলে। আর লাইমলাইটে কেবল ভারতীয়রাই আসেন না, এবার যেমন আসলেন এক ইংলিশ তরুণ।

ভারতীয় বংশোদ্ভূত এক বিস্ময় বালককে নেট বোলার হিসেবে নিয়োগ দিয়েছিলো আইপিএলের দল দিল্লী ক্যাপিটালস। বয়স মোটে ১৮ বছর। ইংল্যান্ডের স্কুল ক্রিকেট থেকে তিনি এসেছেন ভারতে। তারপরই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই ক্রিকেটার, তবে কে এই আরিয়ামান ভার্মা। যদিও কিভাবে এলেন আইপিএলের মতো মঞ্চে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

মূলত আরিয়ামান ভার্মার শুরুটা হয়েছে ইংল্যান্ডের স্কুল ক্রিকেট থেকে। সেখানে ইটন কলেজের হয়ে এক মৌসুমে ৫১ টি উইকেট নিয়েছিলেন তিনি। যার ফলস্রুতিতে  উইজডেনের বর্ষসেরা স্কুল ক্রিকেটারের তকমা উঠে তার গায়ে।

তারপরই দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার ডাক পান এই লেগস্পিনিং অলরাউন্ডার। সেখান থেকেই দিল্লী ক্যাপিটালসের নেটে বোলিং করার প্রস্তাব পান তিনি।

হিন্দুস্থাম টাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ামান আইপিএল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘দিল্লী ক্যাপিটালসের প্রতি আমি কৃতজ্ঞ, এখানে আমি কুলদীপ যাদবের মতো প্রসিদ্ধ বোলার কে খুব কাছ থেকে দেখছি এবং শেখার সুযোগ পাচ্ছি। নেটে আমি ফাফ ডু প্লেসি এবং কে এল রাহুলের মতো বিশ্ব বরেণ্য ব্যটারদের বোলিং করার সুযোগ পাচ্ছি।

আরিয়ামানের স্বপ্ন অনেক বড়। তবে তিনি ভারত নয়, খেলতে চান ইংল্যান্ডের হয়ে। তিনি বলেন, ‘সামনে আমি ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখছি, আইপিএল আমার ভয় কমিয়েছে।’

ভারত ক্রিকেট প্রতিভার খনি। সেই খনি থেকে উঠে এসে আগে-পড়ে অনেকেই খেলেছেন ইংল্যান্ডের হয়ে। খোদ নাসের হুসেইন তো ইংল্যান্ডের অধিনায়কত্বও করেছেন। অদূর ভবিষ্যতে তাই আরিয়ামানও যদি ইংল্যান্ডের হয়ে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ান তবে আফসোস থাকার কথা নয় ভারতের।

Share via
Copy link