সেরা চারের লড়াইয়ে আছে স্রেফ সাত দল

কারা হবে সেরা চার? দৌড়ে আছে মোট সাত। মাঝপথে থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আবার। তবে এদফা লড়াইটা হবে সাত দলের।

কারা হবে সেরা চার? দৌড়ে আছে মোট সাত। মাঝপথে থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আবার। তবে এদফা লড়াইটা হবে সাত দলের। থমকে যাওয়ার আগেই তিন দল বাদ পড়েছে প্লে-অফের দৌড় যদিও তাদের ম্যাচ রয়েছে। বাদ পড়া তিন দলের মধ্যে রয়েছে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গী রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

বাকি থাকা সাত দলের মধ্যে কার সম্ভাবনা কতটুকু, সেসব নিয়ে নিশ্চয়ই মনে জাগছে প্রশ্ন। টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। পয়েন্ট তাদের ১৬, হাতে আছে আরও তিন ম্যাচ। স্রেফ তিনটি ম্যাচের তিনটি হারলেই তাদের বাদ পড়ার সম্ভাবনা তৈরি হবে। কেননা সাত নম্বরে থাকা, লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১০। তাদের হাতেও ম্যাচ বাকি তিনটি।

১৬ পয়েন্ট ও তিন ম্যাচ বাকি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও। তারা এবার শিরোপার স্বপ্নে বুদ। পরবর্তী তিন ম্যাচ তারা নিশ্চিতরুপেই হারতে চাইবে না। গুজরাট ও ব্যাঙ্গালুরুর সম্ভাবনাই প্রবল টেবিলের দুই শীর্ষে স্থানে থাকার।

তিন ও চার নম্বর পজিশনের মধ্যে তফাৎ এক পয়েন্টের। চার ও পাঁচের মধ্যেও পয়েন্ট ব্যবধান এক। এমনকি ছয় ও সাত নম্বর পজিশনেও রয়েছে এক পয়েন্টের ব্যবধান। কিন্তু আসল খেলা জমে উঠেছে বাকি থাকা ম্যাচের সংখ্যায়। তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাবের হাতে আছে তিন ম্যাচ, মুম্বাইয়ের বাকি দুই।

একেবারে খাঁদের কিনারায় রয়েছে মুম্বাই। পা হড়কে গেলেই প্লে-অফ খেলার স্বপ্ন হবে ধূলিসাৎ। কারণ শকুনের চোখ নিয়ে ঠিক পেছনেই অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তাদের কাছেও আছে তিনটি সুযোগ। পয়েন্ট তাদের ১৩। তারাও মড়িয়া প্লে-অফে নিজেদের জায়গা করে নিতে।

কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। কেননা তারা যে ১২টি ম্যাচ খেলে ফেলেছে। বাকিদের চাইতে তাদেরই সম্ভাবনা কম পরবর্তী রাউন্ডে যাওয়ার। বরং লখনৌয়ের জন্যেই প্লে-অফের দুয়ারটা খোলা বেশি। এই যখন পয়েন্ট টেবিলের পরিস্থিতি, সেই মুহূর্তে প্রায় প্রতিটা দলই হারিয়েছে তাদের শক্তি।

নানা কারণে ভিনদেশি খেলোয়াড়রা আসছেন না। তাতে করে বিকল্প খুঁজতে হচ্ছে দলগুলোকে। দ্বিপাক্ষিক সিরিজ ও সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের অনীহাও সৃষ্টি হয়েছে। তাইতো দলগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর তেমনটি ঘটলে তার প্রতিফলন দেখা যাবে পয়েন্ট টেবিলে।

Share via
Copy link