এবারের আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না ইরফান পাঠানকে। তবে তাঁর না থাকার চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তাঁর বাদ পড়ার কারণ। জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ক্রিকেটারের বিপক্ষে ব্যক্তিগত বিদ্বেষ প্রকাশের কারণেই এই স্বাদ পেতে হয়েছে তাঁকে। যদিও তিনি বসে নেই, নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন এরই মধ্যে।
২২ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএলের আঠারোতম আসর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ফ্রাঞ্চাইজি দুনিয়ার সবচেয়ে রঙিন টুর্নামেন্টের। তবে মাঠের খেলার পাশাপাশি এখন আলোচনায় আছেন ইরফান।
বর্ডার গাভাস্কর ট্রফিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তিনি। আর সেটা পছন্দ হয়নি তাঁদের, আনুষ্ঠানিক অভিযোগপত্রও জমা পড়েছে তাঁর বিরুদ্ধে। এজন্যই মূলত তাঁকে আইপিএলের প্যানেল থেকে বাদ দেয়া।
স্থানীয় একটি সূত্র বলে, ‘পাঠানের নাম প্যানেলে থাকার কথা। কিন্তু গত দুই বছর ধরে সে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। আয়োজকদের কাছে এটা ভাল মনে হয়নি।’
অবশ্য নিজের কথা বলার জন্য সাবেক এই বোলিং অলরাউন্ডার বেছে নিয়েছেন ইউটিউব প্ল্যাটফর্ম। এক্স একাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেন, ‘মাইক অন, ফিল্টার অফ। হ্যাশট্যাগ সিধি বাত উইথ ইরফান পাঠান’
আইপিএলের চলতি আসরে এবার ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে এক ঝাঁক কিংবদন্তিকে। রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর, আকাশ চোপড়া, শেন ওয়াটসন, কেন উইলিয়ামসন, সঞ্জয় মাঞ্জেকার, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ড্যানি মরিসন সহ আরো অনেক বড় নামে পূর্ণ থাকবে ধারাভাষ্য কক্ষ।