রিয়াদ আজও প্রাসঙ্গিক?

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল নতুন একটা পথচলা শুরু করেছে। অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে দলটায় অনেক রদবদলও হয়েছে। যেমন এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটার বলতে শুধু সাকিবই। এছাড়া তরুণদের নিয়েই গড়ে তোলা হয়েছে দল। খেলার ধরনেও খানিকটা পরিবর্তন এসেছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল নতুন একটা পথচলা শুরু করেছে। অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে দলটায় অনেক রদবদলও হয়েছে। যেমন এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটার বলতে শুধু সাকিবই। এছাড়া তরুণদের নিয়েই গড়ে তোলা হয়েছে দল। খেলার ধরনেও খানিকটা পরিবর্তন এসেছে।

এমনকি কিছুদিন আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক থাকা মাহমুদউল্লাহ রিয়াদ দলে জায়গা পাননি। তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট টি-টোয়েন্টি ফরম্যাটের সাথে যাচ্ছিল না কোনভাবেই। ফলে নিজের পারফর্মেন্সের কারণের অধিনায়কত্ব এমনকি দলে জায়গাও হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এছাড়া কোন ধরনের প্রতিযোগিত মূলক ক্রিকেটও তিনি খেলছেন না। এবারের জাতীয় ক্রিকেট লিগে কিংবা ‘এ; দলের হয়ে সফর কোনটাই করেননি। মাহমুদউল্লাহ রিয়াদ একাকী অনুশীলন চালিয়ে যাচ্ছেন হোম অব ক্রিকেটে। রোজই নিজের ব্যাটিংটা নিয়ে কাজ করছেন। হয়তো ফিরে আসার একটা তাগিদ নিজের মধ্যে অনুভব করেন।

তবে এই মুহূর্তে রিয়াদ কে নিয়ে কোন আলোচনাই হবার কথা ছিল না। অথচ মাহমুদউল্লাহ রিয়াদ দর্শক মনে আজও প্রাসঙ্গিক। এখনো দর্শকদের একটা বড় অংশ মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োজন  ছিল এই ব্যাটারের। ফিনিশিংয়ে বাংলাদেশের যে দুর্বলতা সেটা কাটাতে প্রয়োজন ছিল রিয়াদকে।

গত এক বছরে রিয়াদের ফর্ম কিংবা পরিসংখ্যান কোন কিছুই অবশ্য এই ভাবনাকে সমর্থন করেনা। মাহমুদউল্লাহ রিয়াদের এই ফরম্যাটে মানিয়ে নিতে পারছিলেন না কোনভাবেই। তাঁর জায়গায় সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহানরা বরং ভালো করার চেষ্টা করছেন। কখনো কখনো বেশ ভালো ভাবেই পারছেন।

তবুও দর্শকদের মত অনেক ক্রিকেট বিশ্লেষকও রিয়াদের অভাব অনুভব করছেন বাংলাদেশ দলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ সরব থাকেন। তেমনি গতকাল ভারতের বিপক্ষে মাত্র পাঁচ রানে ম্যাচ হারার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

সেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের কথাও উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি লিখেন, ‘বাংলাদেশ দল ভালো খেলেছে। আমাদের একজন ফিনিশারের প্রয়োজন ছিল। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে মিস করেছি।’

অর্থাৎ সাবেক এই ক্রিকেটারও মনে করছেন রিয়াদ কিংবা মুশফিক থাকলে হয়তো এই ম্যাচ জিততে পারতো বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকদের অনেক বড় একটা অংশও সেটাই মনে করেন হয়তো। কিন্তু বাস্তবতা কী আদৌ সেটা বলে?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...