Social Media

Light
Dark

লাল বল খেলার ইচ্ছে নেই আইয়ারের!

খাজনার থেকে বাজনা বেশি- এই উক্তিই যেন খাটে শ্রেয়াসের ক্ষেত্রে।

অদ্ভুত একটা সময় পার করছেন শ্রেয়াস আইয়ার। সাদা বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরছেন বটে। কিন্তু লাল বলের ক্রিকেটের প্রতি তার যেন নেই বিন্দুমাত্র আগ্রহ। কেমন একটা অনীহা যেন ভর করেছে তার উপর। নিজের হাতেই নিজের পায়ে মারছেন কুড়াল।

দুলীপ ট্রফিতে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন সানগ্লাস পরে। এরপর অবশ্য আউট হয়েছেন প্রথম বলেই। তাইতো চারিদিকে তাকে নিয়ে শুরু হয়েছে ট্রল। খাজনার থেকে বাজনা বেশি- এই উক্তিই যেন খাটে শ্রেয়াসের ক্ষেত্রে। এখন অবধি দুলীপ ট্রফিতে বলার মত কিছুই করতে পারেননি শ্রেয়াস। তাতে করে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে বিবেচনা করা হয়নি তাকে।

তারপরও যেন নিজেকে প্রমাণে প্রবল অনীহা তার। শ্রেয়াসের এমন নির্বিকার ভূমিকাতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলিও হতাশ। তিনি বলেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে আমার তাকে (শ্রেয়াস) দেখে আফসোস। আপনি যখন শুরুতেই আউট হচ্ছেন, তার মানে আপনার খেলার প্রতি যথেষ্ট মনোযোগ নেই। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। সে বিশ্বকাপে দুইটি সেঞ্চুরি করেছে, সে আইপিএল জয়ী অধিনায়ক, তার উচিৎ ছিল এখানে ১০০-২০০ রান করা।’

শুধু তাই নয়, বাসিত মনে করেন শ্রেয়াসের মধ্যে লাল বলের ক্রিকেটের জন্য যথেষ্ট ক্ষুধা নেই। বাসিত বলেন, ‘লাল বলের প্রতি আইয়ারের এখন আর তেমন তাড়না নেই। তার এখন শুধু বাউন্ডারির ক্ষুধা আছে। সে যদি বিশ্বকাপে দু’টি সেঞ্চুরি করে নিজেকে বিরাট কোহলির মত ভাবতে শুরু করে, তবে সে ভুল ভাবছে। ভারতীয় সমর্থক যারা আইয়ারকে সমর্থন করেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করেই বলতে চাই যে, আমি যদি ভারতের নির্বাচক হতাম, তাহলে আইয়ার দুলীপ ট্রফি খেলত না। সে ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে না।’

Share via
Copy link