Social Media

Light
Dark

অথচ, সবাই বলেছিল তাঁদের মধ্যে নাকি ঝগড়া হবে!

এমবাপ্পে মানিয়ে নিয়েছেন রিয়ালে। ভিনিসিয়াস বন্ধু বানিয়ে ফেলেছেন এমবাপ্পেকে। রিয়াল সাফল্য পাচ্ছে। এ যেন সোনায় সোহাগা!

দুই গ্রেট, দুই গোল মেশিন – সময়ের অন্যতম দুই সেরা। যখন যে দলে খেলেন, দু’জনই বনে যান দলের প্রাণ ভোমরা। সবাই ভেবেছিল একই ছাতার নিচে থাকলে তাঁদের মধ্যে লেগে যাবে দ্বন্দ্ব।

কিন্তু, কিসের কি! কোনো দ্বন্দ্ব নয়, এ যেন বন্ধুত্বের গল্পটাই নতুন করে লিখতে শুরু করেছেন তাঁরা। আর কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়রের বন্ধুত্বের জয়োগানেই তো একটু একটু করে শীর্ষে উঠছে রিয়াল মাদ্রিদ, যে জায়গাটায় গ্যালাকটিকোদের সবচেয়ে বেশি মানায়।

শনিবার সোসিয়েদাদের মাঠে জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ১১। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ভিয়ারিয়াল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

কোচ আনচেলত্তি অবশ্য ক্ষেপেছেন। ম্যাচ শেষে দলকে তাতিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ, রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে।’

দলের সঙ্গে এমবাপ্পের মানিয়ে নেয়া অ্যানচেলত্তির চোখে ইতিবাচক। তিনি এমবাপ্পে ও ভিনিসিয়াস জুটির দিকে তাকিয়ে থাকবেন গোটা মৌসুম। বললেন, ‘এমবাপ্পে খুবই বিপজ্জনক। ভিনিসিয়াস জুনিয়রও দারুণ। ভিনি ও বাকি  স্ট্রাইকারদের সঙ্গে এমবাপ্পের বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তাঁর খেলা অনেক পছন্দ করেছি।’

এমবাপ্পে মানিয়ে নিয়েছেন রিয়ালে। ভিনিসিয়াস বন্ধু বানিয়ে ফেলেছেন এমবাপ্পেকে। রিয়াল সাফল্য পাচ্ছে। এ যেন সোনায় সোহাগা!

Share via
Copy link