স্লেজিং চলতেই পারে। টেস্টের ময়দানে এ তো নিয়মিত দৃশ্য। কিন্তু, স্লেজিংয়ের নিত্য নতুন বিস্ময় সৃষ্টি করছে জ্যামাইকা টেস্ট। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ – কেউ কারও ভাষা বোঝে না – কিন্তু, কথা দিয়ে প্রতিপক্ষকে উত্তক্ত করে যাওয়ার প্রক্রিয়া চলমান। দুই দলের কেউই কারও চেয়ে কম নয়!
জাকের আলী সম্ভবত একটু বেশিই উজ্জীবিত ছিলেন চতুর্থ দিন। মাত্রই ৯১ রানের একটা ইনিংস শেষ করে নেমেছেন ফিল্ডিংয়ে। তখন কি মনে করে তিনি বলে উঠলেন – ‘তিনটা পরোটা, আনলিমিটেড সবজি!’
একবার না, কয়েকবার বললেন কথাটা। ক্রিজে তখন কার্লোস ব্র্যাথওয়েট আর কেসি কার্টি ওয়েস্ট ইন্ডিজের উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু, বোলিং দিয়ে না হোক – মুখ দিয়ে হলেও তাঁদের বিপদে ফেলতে মরিয়া ছিল জাকের আলীরা।
কিন্তু, প্রশ্ন হল ‘তিনটা পরোটা আর আনলিমিটেড তরকারি’র বিষয়টা কি! সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য এটা খুবই পরিচিত ডাক। অতি ব্যবহারের ফলে এই কথাটা আসলে ইদানিং খুব ক্লিশে হয়ে গিয়েছে।
এই কথার সূত্রপাত হয়েছে রাজুদার মাধ্যমে। কিন্তু, কে এই রাজুদা? রাজুদা হলেন কলকাতার শিয়ালদহ স্টেশনের একজন পরোটা বিক্রেতা। ২০ টাকায় তিনি ‘তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাচালঙ্কা আর পেয়াজ’ দিয়ে খাবার পরিমেশন করে থাকেন। ১০ টাকা বাড়তি দিলে একটা ডিম সিদ্ধও পাওয়া যায়।
পরোটা বিক্রির এই বিচিত্র ধরণ নেটিজেনদের নজর কেড়েছে। স্যোশাল মিডিয়ায় রাজুদা তাই এখন একটা ম্যাটার! তাই বলে তিনি জ্যামাইকা টেস্টের মধ্যে গিয়ে উপস্থিত হবেন – সেটা কেই বা ভেবেছে!