বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী – অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে জাসপ্রিত বুমরাহর অবস্থাটা ছিল ঠিক এমনই। ভারতের ওপর অস্ট্রেলিয়া যত বেশি ছড়ি ঘোরাতে চেয়েছে তিনি তত বেশি প্রতিরোধ গড়েছেন; কখনো কখনো সতীর্থের সহায়তা না পেলেও একা একা রুখে দাঁড়িয়েছেন।
এইতো অজিদের দ্বিতীয় ইনিংসের কথা, ভারত তখন ১৮৫ রান পিছনে ছিল। জয়ের আশা তো দূরে থাক, ড্র করাটাই ছিল তাঁদের দূরতম স্বপ্ন। তবু এই পেসার বল করেছেন নিজের সেরাটা দিয়েই; আক্রমণাত্মক ছিলেন বরাবরের মতনই।
সফলতাও মিলেছে, ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই এই বোলার বোল্ড করেন উসমান খাজাকে। খাজার স্ট্যাম্প ভাঙার দৃশ্যটা দেখার মত ছিল। খানিক পরেই মার্নাস লাবুশানেকে ড্রাইভ করার টোপ দেন তিনি, সেই টোপ গিলে উইকেটের পিছনে ক্যাচ দেন লাবুশানে।
অর্থাৎ বুমরাহ একাই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন, তাতেই মূলত স্বাগতিকদের জয়ের ইচ্ছেটা মিইয়ে যায়। সেই সাথে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান তিনি। শেষদিকে অজি অধিনায়ক প্যাট কামিন্সও আউট হন তাঁর ওভারেই।
এর আগে প্রথম ইনিংসে ছয় উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি, অস্ট্রেলিয়ার ওপর একমাত্র তিনিই পেরেছিলেন আধিপত্য দেখাতে। সবমিলিয়ে তাঁর অর্জন নয় উইকেট – আর অস্ট্রেলিয়াতে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিং ফিগারের তালিকায় সেরা তিনের তিনটাই নিজের দখলে নিয়েছেন এই তারকা। সদ্য সমাপ্ত ব্রিসবেন্ট টেস্ট ছাড়াও ২০১৮ সালে মেলবোর্ন টেস্টে নয় উইকেট পেয়েছিলেন তিনি, এছাড়া আগের ম্যাচে পেয়েছিলেন আট উইকেট।
ভারত চাইলে বলতে পারে ভাগ্যিস বুমরাহ আছেন! সত্যিই তো, ভাগ্যিস বুমরাহ আছেন তা নাহলে অজিদের দাপটের বিপক্ষে হয়তো দাঁড়াতেই পারতো না তাঁরা। তিনিই তো বারবার টিম ইন্ডিয়াকে এনে দিয়েছেন স্বস্তি, এনে দিয়েছেন উদযাপনের উপলক্ষ।