আর্জেন্টিনার জন্য যেমন ‘নতুন মেসি’, ভারতের জন্য তেমন ‘নতুন ধোনি’! এই যেমন কেউ কেউ ধ্রুব জুরেলের মাঝে দেখতে পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির ছায়া। এমন মন্তব্যের জেরে জুরেল সাফ বলে দেন যে, ধোনি আছেন একজনই। তিনি ধোনি নন, বরং ধ্রুব জুরেলই হতে চান।
ভারতের নবাগত উইকেট রক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। সদ্য সমাপ্ত ভারচ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে অভিষেক হয় ভারতীয় এই তরুণ ক্রিকেটারের। এখন পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন মোট ৩ টি টেস্ট। যার মধ্যে ১টিতে হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। স্ট্যাম্পের পিছনে করেছেন দক্ষতা প্রদর্শন আর ব্যাটিং-এ দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য।
সম্প্রতি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তাঁকে তুলনা করেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে। জবাবে জুরেল বলেন, ‘ধোনি স্যারের সাথে তুলনা করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, ধোনি স্যার যা করেছেন, তা কেউ করতে পারবে না।’
তিনি মনে করেন ধোনির সাথে কারও তুলনা চলতে পারে না, ‘ধোনি আছেন একজনই। সবসময় ছিলেন এবং সবসময় থাকবেন।আমি শুধু ধ্রুব জুরেল হতে চাই। আমি যাই করি না কেন, ধ্রুব জুরেলের মতই করতে চাই। তবে ধোনি স্যার একজন কিংবদন্তী আর তিনি সবসময় কিংবদন্তিই থাকবেন।’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জুরেল সে স্কোয়াডে জায়গা করা নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘সত্যি বলতে , আমি সেসব নিয়ে ভাবছি না। আসুন, যা নিয়ন্ত্রণ করা যায় তাই নিয়ন্ত্রণ করি।’
সত্যি, নিজের ভাগ্য নয় জুরেল বিশ্বাস করেন তাঁর কর্মে!