লখনৌ সুপার জায়ান্টের দ্বিতীয় জয়। তাও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। কোচ জাস্টিন ল্যাঙ্গারের চোখেমুখে চওড়া হাসি। মন মেজাজ দারুণ। সংবাদ সম্মেলনেও থাকল সেই রেশ।
এর মাঝেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের মধ্যেই হঠাৎ ল্যাঙ্গারের হাতের সামনে একটি ফোন বেজে উঠল। প্রথমে তিনি একটু মুচকি হাসলেন, তারপর ফোনটি ধরে বললেন, ‘হ্যালো মা!’
এটা কিন্তু ল্যাঙ্গারের ফোন নয়। এই ফোনটি ছিল সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের। সেই সাংবাদিক হয়তো ভাবেননি, এত রাতে তাঁর মা-কে ফোন দিয়ে কথা বলতে হবে খোদ জাস্টিন ল্যাঙ্গারের সাথে।
ল্যাঙ্গার ফোনটি হাতে সাংবাদিকের অনুমতি নিয়েই রিসিভ করলেন। বললেন, ‘হ্যালো মা। এখন রাত ১২টা ৮টা বাজে, আমি সংবাদ সম্মেলনে আছি।’
বেশ একটা হাসির রোল উঠল সম্মেলন কক্ষে। মাঠে এলএসজি যেন ফিরেছে নিজের মেজাজে। অজি কোচ ল্যাঙ্গারও তাই খোশ মেজাজে। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচ শেষে!