ইডেন গার্ডেনে হোম অ্যাডভান্টেজ পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁদের জন্য পিচে আলাদা করে কোনো পরির্তনও আসবে না। এমনটাই জানিয়েছেন ইডেন গার্ডেনের কিউরেটর সুজন মুখার্জি। এমনকি তারা বাজে ব্যবহার করেছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানের সাথেও। এমন ব্যবহারে ক্ষুদ্ধ হয়েছেন অনেক ক্রিকেটবোদ্ধারাও।
কলকাতার পিচ বাউন্সি আর পেস বান্ধব হয়ে থাকে সচারাচর। ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক তাদের অনুরোধ করেছিলেন পিচটা যেন স্পিন বান্ধব করা হয়। এতেই বেশ ক্ষিপ্ত হয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দিয়েছেন মাঠের কিউরেটর সুজন মুখার্জি।
তবে তার এমন বেফাঁস মন্তব্য আপত্তিকর বলে মনে করছেন সিমন ডউল আর হার্শাল ভোগলে। এওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসকে স্পিন ঘূর্ণিতে হারিয়ে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। তাইতো সাবেক কিউই পেসার ডউল আর বর্ষীয়ান ক্রিকেট বিশ্লেষক হার্শাল আবার ব্যাপারটা সামনে আনেন।
তারা বলেন, রাহানে একদম স্পিন স্বর্গ করার প্রস্তাব দেননি। তিনি শুধু বলেছিলেন, যেন স্পিনারটা একটু সহায়তা পায় এমন পিচ তৈরি করতে। ঐতিহাসিক ভাবেই কলকাতা কোয়ালিটি স্পিনারদের দল। দলটি তাদের সোনালি সময়ে গৌতম গম্ভীরের নেতৃত্বে ইডেনে স্পিনারদের কাজে লাগিয়েই শিরোপা জিতেছিল ২০১২ আর ২০১৪ সালে।
সম্প্রতিই ক্রিকবাজের একটি অনু্ষ্ঠানে ভোগলে বলেন, ‘রাজস্থান যদি নিজেদের মাঠে খেলে, তাহলে তারা তাদের বোলারদের যুতসই পিচ বানাবে। কেকেআর কেও একই সুযোগ দেওয়া উচিত। কিউরেটর যা বলেছেন তা সন্তুষ্টজনক নয়। আমি যদি কেকেআর ক্যাম্পের কেও হতাম তাহলে খুবই অসন্তুষ্ট হতাম এমন মন্তবে। আমিতো ১২০ রানের পিচ চাইছি না। আমি এমন পিচ চেয়েছি যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারবে। আমি ১২০ এর পিচ ও চাচ্ছি না, ২৪০ এর পিচ ও চাচ্ছি না। আইপিএলে হোম এডভান্টেজ নেওয়াটা একদমই যুক্তিসঙ্গত। এওয়ে ম্যাচ জেতা আরও কঠিন হয়ে যাবে তাহলে।’
রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পরে পিচ নিয়ে মুখ খুলেছিলেন রাহানে। তিনি বলেছিলেন, ‘আমরা এমন পিচ পেলে খুশি হব যেখানে স্পিনাররা সহায়তা পাবে। যেহেতু পিচটা গত দেড় দিনের বেশি ঢাকা ছিল, তাই পিচটা স্পিন বান্ধব হলে আমাদের জন্য ভালো হত। তবে আমাদের স্পিনাররা বেশ কোয়ালিটি সম্পূর্ণ। ওরা যেকোনো জায়গায় ভালো করতে পারবে বলে আত্নবিশ্বাসী।’
প্রবীর মুখার্জির পরে চিফ পিচ কিউরেটর হওয়া সুজন যদিও তার কথায় অনড়। তাঁর দাবি তিনি এক্ষেত্রে আইসিসির গভর্নিং কাউন্সিলের নীতিই মেনে চলেন। সাইমন ডউল এই কথার প্রেক্ষিতে বলেছেন, ‘কেকেআরের উচিত নতুন হোম গ্রাউন্ড খোঁজা।’ শাহরুখ খানের দল কি তবে সেই পথেই হাঁটবে?