অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ভারতে যেন রীতিমতো বিস্ফোরণ হয়েছে। ফাইনালে পাঁচ দিনের কোন ম্যাচে চালকের আসনে বসতে পারেনি ভারত। তাই অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের যে কারোর ওপর খড়গ নেমে আসতে পারে তেমনই গুঞ্জন ভারতের গণমাধ্যম গুলোতে। এছাড়া রোহিত শর্মাকে হটিয়ে আবারো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে ফেরানো হবে বলেও গুঞ্জন ভারতের বিভিন্ন গণমাধ্যমে।
আইপিএলের পরপরই ফাইনালের মত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে যাওয়া ও খেলোয়াড়দের প্রস্তুতির ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়ছেন সমর্থক ও সাবেক ক্রিকেটাররা। স্বয়ং শচীন টেন্ডুলকারও ক্ষোভ ঝেড়েছেন টিম ম্যানেজমেন্টের ওপর। আইপিএলকে গুরুত্ব দিতে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ঘাটতির বিষয়টি ক্রিকেট বোর্ড মাথায়ই আনেনি বলে মনে করছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের এমন বিপর্যয়ের পর যেকোনো একটি বড় সিদ্ধান্ত আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সেই সিদ্ধান্তের বলি হয়ে চাকরি হারাতে হতে পারে এমনকি কোচ রাহুল দ্রাবিড়কেও। রাহুল চাকরিতে থাকুন বা না থাকুন ভারতের টিম ডিরেক্টর পদে আবারো জাতীয় দলের সাথে যুক্ত হবেন রবি শাস্ত্রী। তবে আপাতত প্রবল সম্ভাবনা আছে রোহিত শর্মার টেস্ট অধিনায়কত্ব হারানোর।
২০২১ সালে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে ও টেস্টের দায়িত্ব থেকেও অব্যাহতি নেন বিরাট কোহলি। কোহলির অধিনায়কত্ব হারানো নিয়ে জলঘোলা কম হয়নি। তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে বিরাটের দ্বন্দ্বসহ আরো অনেক ইস্যুতেই অধিনায়কত্ব গেছে কোহলির এমনটাই জানা গেছে।
তবে এবার আবারো সেই বিরাটকে অধিনায়কত্ব গ্রহণের প্রস্তাব দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরেই ভারতকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। তবে সবই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি রজার বিনির সাথে রোহিত ও টিম ম্যানেজমেন্টের বৈঠকের ওপর।
এমনিতে ফাইনালের ভেন্যু ইংল্যান্ডে বসেই অধিনায়ক রোহিতের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিসিসিআই সচিব জয় শাহ। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই রোহিতের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন থাকলেও ঘরের মাঠে বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত নেয়াটা কিছুটা প্রলম্বিত করতে পারে। এই মুহূর্তে বিরাটকে একটি ফরম্যাটের অধিনায়কত্ব দিলে ভারতের ড্রেসিংরুমে অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে।
তবে রোহিত যে টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। বিশ্বকাপের বছর হওয়ায় যেকোনো সিদ্ধান্তই খুব সাবধানে নিতে চায় ভারত। ড্রেসিংরুমের পরিবেশ যেন ঠিক থাকে সে কথাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত রোহিতকে অধিনায়কত্বে বহাল রাখলেও বিশ্বকাপের পরপরই বিরাটকে অধিনায়ক হবার প্রস্তাব দেবে ভারত।
পুনরায় অধিনায়ক হবার প্রস্তাব বিরাট কিভাবে নেন সেটিও হবে গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ত্যাগ করার বিষয়টি মোটেও সুখকর ছিল না বিরাটের জন্য। তাই আবারো সেই অধিনায়কত্বে বিরাট ফিরবেন কিনা সেটিও ভাববার বিষয়। শেষ পর্যন্ত বিরাট অধিনায়কত্বে না ফিরলে অধিনায়ক সংকটেই পড়তে হবে ভারতকে। সে ক্ষেত্রে লোকেশ রাহুল বা আজিঙ্কা রাহানেকে দায়িত্ব দিতে পারে ভারত।