সাঙ্গার সঙ্গী জয়া, শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডে

একদিন যে সাঙ্গাকারার পাশে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন এক জয়াসুরিয়া, আজ সেই সাঙ্গাকারার পাশে ক্রিজ ভাগ করে নিচ্ছে আরেক জয়াসুরিয়া। সময় যেন নিজেকে নতুন করে লিখে ফেলে — সবচেয়ে সুন্দরভাবে ফিরিয়ে আনে হারানো দিনের গল্প।

দৃশ্যটা যেন লেখা নেই কোনো স্ক্রিপ্টে, তবু সিনেমার চেয়ে কম কিছু নয়। একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে এক তরুণের স্বপ্ন যেন হঠাৎ বাস্তব হয়ে উঠলো। ব্যাট হাতে আবারও নেমেছেন কুমার সাঙ্গাকারা। তাঁর সঙ্গী জয়াসুরিয়া। নাহ, একালে শ্রীলঙ্কা দলের কোচ বনে যাওয়া সনাথ জয়াসুরিয়া নয়, তিনি জুনিয়র জয়াসুরিয়া।

মানে, খোদ জয়াসুরিয়ার ছেলে রানুক জয়াসুরিয়া। তিনি ইংল্যান্ডের এক ক্লাব ম্যাচে একসাথে ব্যাট করেছেন কুমার সাঙ্গাকারার সঙ্গে! দৃশ্যটা চোখের সামনে থেকে দেখা হল না সনাথের। তিনি জাতীয় দল নিয়ে গলে ভারত মহাসাগরের পাড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জয়াসুরিয়ার সাবেক সতীর্থ কুমার সাঙ্গাকারা নিজের ব্যাট-প্যাড তুলে রেখেছেন অনেকদিন হল। তিনি এখন ইংল্যান্ডের অপেশাদার ক্লাব ক্রিকেট খেলে বেড়ান। ৪৭ বছর বয়সেও দিব্যি ব্যাট করে যান। সেখান তাঁর ব্যাটিং পার্টনার হলেন শ্রীলঙ্কান নতুন দিনের জয়াসুরিয়া।

কাগজে-কলমে নিছক অগুরুত্বপূর্ণ ম্যাচ। কোনো পেশাদার ক্রিকেট নয়, নেই তেমন কোন স্বীকৃতিও। সেই ম্যাচ দেখতে ছিল না হাজার দর্শকের ভিড়ও।

তবে, লঙ্কান ক্রিকেটের প্রেক্ষাপটে এটা শুধুই একটি ম্যাচ নয়, এটা এমন এক মুহূর্ত — যা ছবির মতো টিকে থাকবে লঙ্কান ক্রিকেটের স্মৃতির পাতায়। অলৌকিক এক দৃশ্য!

আন্তর্জাতিক ক্রিকেটে কুমার সাঙ্গাকারার অভিষেক ২০০০ সালে। অন্যদিকে জয়াসুরিয়া ১৯৮৯ সাল থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত সার্ভিস দিয়ে গেছেন জাতীয় দলকে।

দু’জন পরস্পরের নেতৃত্বেও খেলেছেন। এক সাথে ব্যাট করেছেন অসংখ্যবার। এমনকি জয়াসুরিয়া যখন খেলোয়াড়ি জীবন শেষে নির্বাচক বনে যান তখনও জাতীয় দলে ছিলেন সাঙ্গাকারা।

বলাই যায় যে, সাঙ্গাকারা নানা ভূমিকায় জয়াসুরিয়া সিনিয়রকে পেয়েছেন নিজের ক্যারিয়ারে। এবার জয়াসুরিয়াদের দ্বিতীয় প্রজন্মকে সেটা ফিরিয়ে দেওয়ার পালা। রানুক ইংল্যান্ডে পড়াশোনা করেন, উচ্চতর শিক্ষার পাশাপাশি চালিয়ে নিচ্ছেন নিজের ক্রিকেট জীবন। সেখানেই এবার পাশে পেলেন কুমার সাঙ্গাকারাকে।

গলে যখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যস্ত সময় পার করছেন জয়াসুরিয়া, ঠিক তখনই ইংল্যান্ডের এক অচেনা গ্রামে ব্যাট হাতে বাবার এক এক কালের সতীর্থর সাথে নেমে গেলেন রানুক।

একদিন যে সাঙ্গাকারার পাশে ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন এক জয়াসুরিয়া, আজ সেই সাঙ্গাকারার পাশে ক্রিজ ভাগ করে নিচ্ছে আরেক জয়াসুরিয়া। সময় যেন নিজেকে নতুন করে লিখে ফেলে — সবচেয়ে সুন্দরভাবে ফিরিয়ে আনে হারানো দিনের গল্প।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link