লামিন ইয়ামাল, দ্য নেক্সট মেসি?

২০১৫সালের পর থেকে বার্সেলোনা ইইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিততে সক্ষম হয়নি। ইয়ামাল জানিয়েছেন যে তিনি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সহায়তা করে নিজেকে ব্যালন ডি অর জেতার জন্য যোগ্য দাবিদার হিসেবে তৈরি করে তুলতে চান।

লামিন ইয়ামাল অল্পতে খুশি নন। সম্প্রতি তিনি গোল্ডেন বয় শিরোপা জিতেছেন তবে এতে তিনি সন্তুষ্ট নন। তার চোখ এখন ব্যালন ডি অর এর দিকে। একজন ফুটবলারের জন্য ব্যক্তিগত ট্রফির দিক থেকে সবথেকে সম্মানীয় শিরোপা হচ্ছে ব্যালন ডি অর। প্রতিটি ফুটবলারের মতো লামিনেরও স্বপ্ন এই শিরোপা নিজের দখলে নেওয়া।

২০১৫সালের পর থেকে বার্সেলোনা ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিততে সক্ষম হয়নি। ইয়ামাল জানিয়েছেন যে তিনি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সহায়তা করে নিজেকে ব্যালন ডি অর জেতার জন্য যোগ্য দাবিদার হিসেবে তৈরি করে তুলতে চান।

তিনি বলেছেন ” যদি আমি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি তবে আমার ব্যালন ডি অর জেতার সম্ভাবনা আরো দৃঢ় হবে। কোনো খেলোয়াড়ই ব্যক্তিগত শিরোপা জিততে পারেননা যদি তার ঝুলিতে দলগত সাফল্য না থাকে। তাই দলগত সাফল্য অর্জন করেই আমি ব্যক্তিগত শিরোপা অর্জন করতে চাই।”

১৬ বছর বয়সে এই স্প্যানিশ ফরোয়ার্ড জাভি হার্নান্দেসের তত্ত্বাবধায়নে ২০২২/২৩ মৌসুমে বার্সার মূল দলে অভিষেক করেন। দ্রুতই তার প্রতিভার বলে তিনি বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেন। পরবর্তীতে হ্যান্সি ফ্লিক এবং লুইস দে লা ফুয়েন্তের জন্যও এক অনন্য অস্ত্রতে রূপান্তরিত হন তিনি। স্পেনের ২০২৪ ইউরো জেতার পেছনে লামিন ছিলেন খুবই কার্যকরী। ইউরো ২০২৪এর সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবও জিতেছিলেন তিনি।

ইয়ামাল এই মৌসুম দুর্দান্ত ভাবে শুরু করেছিলেন। তিনি এই মৌসুমে মোট ২১টি ম্যাচ খেলে ৬টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। একজন ১৭ বছর বয়সী খেলোয়াড় যেমন দাপট দেখিয়ে বেড়াচ্ছেন তা আসলেই অবিশ্বাস্য। তবে তার সামনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ইনজুরি। সম্প্রতি তিনি লেগানেজের বিপক্ষে ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন।

ইনজুরির ধাক্কা সামলে লামিন আবারও মাঠে ফিরবেন আরও শক্তিশালী হয়ে। ভক্তরা আশাবাদী যে ইয়ামাল কুলারদেরকে আবারও ফিরিয়ে দেবেন সেই সোনালী দিন। এখন শুধু দেখার অপেক্ষা ইয়ামাল কি পারবে সেরাদের সেরা হতে? এই প্রশ্নের উত্তর নাহয় সময়ই বলে দেবে।

Share via
Copy link