‘বাঁ-হাতি’ – এই একটা টার্ম ক্রিকেট মাঠে ফারাক গড়ে দিতে পারে। আর যদি তা হয় বা-হাতি স্পিনার তবে যেন এক হুমকি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বা-হাতি স্পিনাররা রাজত্ব করছেন বীরদর্পে। আগেও করেছেন এখনও বিদ্যমান।
ক্রিকেট ইতিহাসে এমনই এক আতংকের নাম ছিলেন ইংল্যান্ডে হেডলি ভেরিটি। যিনি কিনা তাঁর ৪০ টেস্টের ক্যারিয়ারে উইকেট নিয়েছিলেন ১৪৪টি। তবে আজকের আলোচনা তাঁকে নিয়ে নয়। আজকের আলোচনায় থাকছেন ক্রিকেট ইতিহাসে সেরা উইকেট শিকারি বা-হাতি স্পিনাররা।
- ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ড্যানিয়েল ভেট্টোরি এখন অবধি সেরাদের একজন। নিউজিল্যান্ডের মতো বিরুপ কন্ডিশনে নিজেকে শাণিত করে হয়েছেন বিশ্বসেরা।
ব্ল্যাকক্যাপসদের হয়ে প্রায় সবগুলো ফরম্যাটেই তিনি ছিলেন নিয়মিত। টেস্ট এবং ওয়ানডেতে তাঁর বোলিং গড় ৩০ এর ঘরে। তাছাড়া সবগুলো ফরম্যাট মিলিয়ে তিনি মোট ৪৯৮টি ইনিংসে বল করছেন। লম্বা একটা সময় নিউজিল্যান্ড ক্রিকেটকে সার্ভিস দেওয়া ভেট্টোরির উইকেট সংখ্যা ৭০৫টি।
- সাকিব আল হাসান (বাংলাদেশ)
উইকেট বিবেচনায় ড্যানিয়েল ভেট্টোরির পরেই দ্বিতীয় বোলার হিসেবে রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অলরাউন্ড পারফর্মেন্সে বাংলাদেশ ক্রিকেট দলের একজন অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন সাকিব।
এখন পর্যন্ত সবগুলো ফরম্যাট মিলিয়ে সাকিব ৪০০ টির বেশি ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের ভরসার প্রতীক ছিলেন। এ সময়ে তিনি উইকেট নিয়েছেন প্রায় সাড়ে ছয়শোটি। তবে এখনও দাপটের সাথে খেলে যাওয়া সাকিবের পরিসংখ্যান যে এখানেই থেমে যাবে না তা নিশ্চিত।
- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণের সমসাময়িক ছিলেন রঙ্গনা হেরাথ। মুরালিধরণের বোলিং ঘূর্ণিতে খুব বেশি সুযোগ না পেলেও রঙ্গনা হেরাথের খেলা মোট ইনিংসের সংখ্যা ২৫৪ টি।
যার অধিকাংশই তিনি খেলেছেন টেস্ট ক্রিকেটে। সেখানে তাঁর সফলতার হার সর্বাধিক। তবে বাকি ফরম্যাট গুলোতেও তিনি যথেষ্ট কার্যকরী একজন বা-হাতি স্পিনার ছিলেন। অন্তত সব ফরম্যাট মিলিয়ে তাঁর নেওয়া ৫২৫ টি উইকেট সেই প্রমাণই দেয়।
- রবীন্দ্র জাদেজা (ভারত)
ভারতের এই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন রবীন্দ্র জাদেজা। প্রতিটি ফরম্যাটে তিনি ধারাবাহিক। শুধু যে দলে তিনি ধারাবাহিক তা নয়। পারফর্মেন্সের দিক থেকেও জাদেজা নিজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
তিনি এখন পর্যন্ত ৩২৬ টি ইনিংসে বল হাতে তুলে নিয়ে ৪৬৬ টি উইকেট বাগিয়ে নিয়েছেন নিজের ঝুলিতে। বা-হাতি স্পিনারদের মধ্যে উইকেটের দিক থেকে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
- সানাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
ওপেনিং ব্যাটিং এবং বা-হাতি স্পিন বোলিং এর মিশেলে সানাথ জয়াসুরিয়া ছিলেন ক্রিকেটের একজন অসাধারণ খেলোয়াড়। তিনি লঙ্কানদের হয়ে ৫৯৬ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে থেকে বল করেছেন ৫৩২ টি ইনিংসে। সর্বাধিক সংখ্যক ওয়ানডে ইনিংসে বল করেছেন জয়াসুরিয়া। সেই ফরম্যাটে ৩২৩ টি উইকেট নেওয়ার পাশাপাশি সবগুলো ফরম্যাট মিলিয়ে তিনি উইকেট নিয়েছেন ৪৪০ টি।
আজকের তালিকায় থাকা অধিকাংশ খেলোয়াড় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। হয়ত অদূর ভবিষ্যতে তাঁদের রেখে যাওয়া এই সব রেকর্ডগুলোর ভাগিদার হবেন নতুন কেউ। অথবা ছাপিয়ে যাবেন এদের সবাইকে। সম্ভাবনাময়ী সেই সকল খেলোয়াড়দের সঠিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন। সেই সাথে সাকিব, জাদেজারা নিজেদের ক্যারিয়ার ঠিক কোথায় শেষ করেন সে দিকেও রাখতে হবে নজর।