লেজেন্ডস অব রূপগঞ্জের পাবলিসিটি স্টান্ট

অনিশ্চয়তার কুয়াশা আদৌ কাটেনি। সাকিব ফিরবেন না। তবে, লিজেন্ডস অব রূপগঞ্জ নিজেদের পাবলিসিটি স্টান্টে সফল হয়েছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান! লেজেন্ডস অব রূপগঞ্জ দল এমন একটা খবর প্রচার করে চাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করেছিল। বিষয়টা স্রেফ একটা পাবলিসিটি স্টান্ট। একদিন পরই জানা গেছে, সাকিবের পক্ষে দেশে ফিরে ডিপিএল খেল সম্ভব নয়।

কিছু অনিশ্চয়তা, কিছু অমীমাংসিত প্রশ্ন ছিঠল আগে থেকেই। তারপরও দেশে না থাকলেও অনলাইনের মাধ্যমে দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছেন সাকিব। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশে ফেরার অনিশ্চয়তা। তাঁর বোলিং নিষেধাজ্ঞা নিয়েও তিনি খেলতে পারেন ডিপিএল। চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষায় বোলিং অ্যাকশন ‘ত্রুটিপূর্ণ’ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না তিনি। সেই আইন দেশের ক্রিকেটে খাটবে না।

জানা গিয়েছিল, সাকিব আমেরিকা থেকে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে তবেই আসবেন দেশে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। দুই ডিসেম্বর আনুষ্ঠানিক পরীক্ষায় অংশ নেন সাকিব। সেখানেই ধরা পড়ে ত্রুটি, যার ফলে নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।

ক্রিকেটীয় অনিশ্চয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনের বাস্তবতাও তাঁকে আরও অনির্দিষ্টতার মধ্যে ফেলেছে। ছাত্র আন্দোলনের পর থেকে দেশে ফেরেননি সাবেক সংসদ সদস্য সাকিব। তার ফলে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারও যেন এক অদৃশ্য দোলাচলে ঝুলে আছে। দেশে ফিরে ক্যারিয়ার শেষ টেস্ট খেলার সুযোগ চেয়েছিলেন সাকিব। ফেসবুকে ক্ষমা চাওয়ার পরও সেটা সম্ভব হয়নি।

ফলে, লিজেন্ডস অব রূপগঞ্জের ঘোষণা ও সাকিবের রেজিস্ট্রেশন নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। সাকিব কি ফিরতে পারবেন? বল হাতে দেখা যাবে কি তাঁকে? নাকি শুধুই ব্যাটসম্যান হিসেবে নামবেন ডিপিএলে? – অনেক প্রশ্ন ভাসছিল আকাশে-বাতাসে।

কিন্তু, বাস্তবে সেটা করে দেখাতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির মালিক বলেছিলেন, ‘আমরা সাকিবকে দলে নিয়েছি ক্রিকেটার হিসেবেই, রাজনীতিবিদ হিসেবে নয়। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এটাই সবচেয়ে বড় খবর।’

তবে, অনিশ্চয়তার কুয়াশা আদৌ কাটেনি। সাকিব ফিরবেন না। তবে, লিজেন্ডস অব রূপগঞ্জ নিজেদের পাবলিসিটি স্টান্টে সফল হয়েছে। তেমন একটা খরচ না করেই ডিপিএল দলবদলে বড় একটা সময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল তাঁরা।

Share via
Copy link