রাহুলকে একা থাকতে দিন!

ভারতের ক্রিকেট পাড়ায় তর্ক, বিতর্ক নতুন কিছু নয়। যেকোনো সিরিজ কিংবা টুর্নামেন্ট শুরু হলেই দল নিয়ে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণে শামিল হন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আরো অনেক ক্রিকেট বোদ্ধারা। সে সব আলোচনা কখনও কখনও বাকযুদ্ধেও রূপ নেয়। 

তবে লোকেশ রাহুল ইস্যুতে এবার ভরতের সাবেক দুই সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া আর ভেঙ্কটেশ প্রসাদের মধ্যে টুইটার যুদ্ধে জল গড়িয়েছে অনেকদূর। ভিন্নমত থেকে শুরু করে আলোচনাটা এখন ব্যক্তি পর্যায়েও চলে গিয়েছে। এমন বেগতিক অবস্থায় সাবেক স্পিনার হরভজন সিং আবার এই বাকযুদ্ধে অংশ নিয়েছেন। 

তিনি অবশ্য আলোচনাটা বাড়াতে নয়, বরং লোকেশ রাহুল ইস্যুতে তাঁদের দুজনকে থামতে বলেছেন। 

ঘটনার সূত্রপাত মূলত ভেঙ্কটাশ প্রসাদের একটি টুইট থেকে। লোকেশ রাহুলেও ক্রমাগত অফ ফর্মের পরেও কেন তাঁকে দলে রাখ হচ্ছে, এমন একটা প্রশ্ন তুলে ভেঙ্কটেশ প্রসাদ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘লোকেশ রাহুলের কাউন্টি ক্রিকেট খেলা উচিৎ। যাতে করে সে তাঁর জায়গাটা ফিরে পায়। কিন্তু আইপিএল বাদ দিয়ে সে কি তা করবে?’

ভেঙ্কটেশ এরপর আরো একটি টুইটে লেখেন, ‘এখন প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুম শেষ। আমি রাহুলের বিরুদ্ধে নই। তবে তাঁর জন্য জায়গা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’ 

লোকেশ রাহুলকে নিয়ে এরপর আরো দুই/তিনটি টুইট করেন ভেঙ্কাটাশ যার সব কটাতেই লোকেশ রাহুলের সমালোচনা করেন তিনি। আর এরপরেই এই ইস্যুতে যোগ দেন আকাশ চোপড়া ৷ তিনি অবশ্য ভিন্নমত দিয়ে এক প্রকার ব্যক্তিগত আক্রমণই করে বসেন। ভেঙ্কটেশকে উদ্দেশ্য করে বলেন, তিনি ভিন্ন এজেন্ডা নিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন। 

আর এই কথাতেই বেশ চটে যান ভেঙ্কটেশ প্রসাদ। তিনি ফিরতি টুইটারের লিখেন, ‘সমালোচনাকে কিভাবে এজেন্ডা হিসেবে উল্লেখ করে সে? এটা পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ।’ অবশ্য এমন টুইট করেই ক্ষান্ত থাকেননি তিনি। বহু আগে রোহিত শর্মাকে নিয়ে আকাশ চোপড়া মজা করার একটি টুইট শেয়ার করে ভেঙ্কাটাশ প্রসাদ চলমান ইস্যুতে আগুনে ঘি ঢেলে দেন। 

যদিও তাতে তেমন প্রতিক্রিয়া দেখাননি আকাশ চোপড়া। বরং নিজেই এ বাকযুদ্ধ থামাতে চেয়েছেন তিনি। পরে এক টুইটে তিনি লিখেন , ‘আমার ইউটিউব শো’তে ভেঙ্কটেশজি একদিন আসুক। আমরা সমস্যাটা সমাধান করে নিই।’

এমন টুইটের পর ভেঙ্কাটাশ প্রসাদের মনও সামান্য গলে যায়। তিনি বলেন, ‘ইউটিউবে আকাশ চোপড়া দারুণ কাজ করছেন। তবে এভাবে ভিন্নমত সাধুবাদ না জানালে হয় না।’

আর দুই সাবেক ক্রিকেটারের এমন টুইটার যুদ্ধে মধ্যস্তকারী রূপে যোগ দেন আরেক সাবেক ক্রিকেটার ও স্পিনিং গ্রেট হরভজন সিং। তিনি টুইটারে লিখেছেন, ‘লোকেশ রাহুল কোনো অপরাধ করেনি। সে আমাদের দেশের ক্রিকেটার। ও দ্রুতই ফর্মে ফিরবে। এমনটাই আশা করছি। তবে ওকে ঘিরে এই বাকযুদ্ধ এখানেই থামুক।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link