Social Media

Light
Dark

লেওয়ানডস্কির লণ্ডভণ্ড হ্যাটট্রিকে পুড়ল আলাভেস

লা লিগায় লেওয়ানডস্কির গোল সংখ্যা এখন পা রেখেছে দুই অঙ্কের ঘরে। দ্বিতীয় স্থানে থাকা ছয় গোল করা আইয়োজি পেরেজের সঙ্গে তাঁর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার গোল! অন্যদিকে জোড়া অ্যাসিস্টে রাফিনহা উঠে এসেছেন সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় তিন নম্বরে - লিগে বার্সেলোনা কতটা দাপট দেখাচ্ছে সেটা বোধহয় এই দুজনের পরিসংখ্যানেই স্পষ্ট।

আসি আসি করেও আসছিলো না অনেক দিন, তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো আরাধ্য হ্যাটট্রিক! মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি; এরপর লা লিগায় ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়ালের বিপক্ষেও দু’বার করে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষেও পেয়েছেন ব্রেসের দেখা পেয়েছেন।

এতকিছুর পরও হ্যাটট্রিকের স্পর্শ পাননি, তাই হয়তো ডেপোর্টিভ আলাভেসের সাথে আর ছাড় দিতে চাইলেন না এই স্ট্রাইকার। তড়িঘড়ি করে পূর্ণ করে নিলেন প্রতীক্ষিত মাইলফলক। ক্যারিয়ারে এটি তাঁর ৩৩তম হ্যাটট্রিক; বার্সেলোনার হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করার বেশিদিন অবশ্য হয়নি এখনো, চলতি বছরের এপ্রিলেই বার্সার জার্সিতে মধুর স্বাদ পেয়েছিলেন তিনি।

সবমিলিয়ে স্রেফ ৩২ মিনিট সময় লেগেছে পোলিশ তারকার। আবার প্রথম গোলের সঙ্গে তৃতীয় গোলের সময়ের ব্যবধান মাত্র ২৫ মিনিট! এত অল্প সময়ে এমন তান্ডব কেবল টর্নেডোর পক্ষেই সম্ভব; এমনি এমনিতে তো আর লন্ডভন্ডস্কি নামটা পাননি তিনি। আর তাতেই ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা।

বরাবরের মত এদিনও লেওয়ানডস্কির ‘ক্রাইম পার্টনার’ ছিলেন রাফিনহা। সাত মিনিটের সময় ব্রাজিলিয়ানের মাপা সেট পিসে মাথা ছুঁয়ে গোল করেন তিনি। পরের গোলে রাফিনহা দেখিয়েছেন ড্রিবলিঙের দক্ষতাও, মার্কারকে ছিটকে ফেলে তিনি বল পৌঁছে দিয়েছেন অপেক্ষায় থাকা সতীর্থের কাছে – বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা কঠিন কিছু ছিল না।

তৃতীয় গোলে ফুটে উঠেছে পিউর নাম্বার নাইনের কারিকুরি। অফসাইড ট্র্যাপকে ফাঁকি দিয়েছেন, বল পায়ে নিয়ে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছেন অতঃপর ফার পোস্ট দিয়ে বল পাঠিয়েছেন লক্ষ্য – তিন আঙুল দেখিয়ে উদযাপনটাও তিনি করেছেন চওড়া হাসিতে।

লা লিগায় লেওয়ানডস্কির গোল সংখ্যা এখন পা রেখেছে দুই অঙ্কের ঘরে। দ্বিতীয় স্থানে থাকা ছয় গোল করা আইয়োজি পেরেজের সঙ্গে তাঁর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার গোল! অন্যদিকে জোড়া অ্যাসিস্টে রাফিনহা উঠে এসেছেন সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় তিন নম্বরে – লিগে বার্সেলোনা কতটা দাপট দেখাচ্ছে সেটা বোধহয় এই দুজনের পরিসংখ্যানেই স্পষ্ট।

Share via
Copy link