বন্ধু হারাননি মেসি

বিশ্বকাপের আগ পর্যন্ত তাঁদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তবে, বলাবলি হচ্ছে কাতার বিশ্বকাপ শেষেই নাকি সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচটাই নাকি জ্বলতে থাকা আগুনে ঘিঁ ঢেলেছে। লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন ঠিকই, তবে একজন বন্ধু নাকি হারিয়েছেন। তিনি হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

যদিও, ফুটবল সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার কোন সমস্যা নেই। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ‘ওলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

আর্জেন্টাইন জনপ্রিয় পত্রিকাটিকে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির প্রতি প্রশ্ন ছিল ২০২৬ সালের বিশ্বকাপে তাঁর অংশগ্রহনের সম্ভাবনা আছে কিনা। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা পিএসজি সতীর্থ এমবাপ্পের সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি জিজ্ঞেস করা হয়। জবাবে মেসি বলেন, ‘এমবাপ্পের সঙ্গে খেলা শেষে আমার কথা হয়েছে। সেটি উৎসবের পরই শেষ হয়ে গেছে। তিনি বলেন, হ্যাঁ আমরা ম্যাচ ও বিশ্বকাপ পরবর্তী উৎসব নিয়ে কথা বলেছিলাম। আর্জেন্টিনায় জনগণ কি করেছে, আমি কখন ছুটি কাটিয়েছি।’

মেসি বলেন, এর বেশি আর কিছুই হয়নি। আমার সঙ্গে তাঁর সবকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে। বিশ্বকাপে হারের অভিজ্ঞতাও বর্ননা করেন মেসি। বলেন, ‘আমি মুদ্রার অপর পিঠ ও দেখেছি। ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম। তবে ম্যাচের পর কি ঘটেছে সেটি আমি শুনতে চাইনি। বাস্তবতা হচ্ছে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে আমার কোন সমস্যা হয়নি।’

পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহন প্রসঙ্গে মেসি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, খেলাটা আমি উপভোগ করি, যদি শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link