২০২২ সালকে নিশ্চয়ই আজীবন মনে রাখতে চাইবেন লিটন দাস। আগের বছরই তীব্র সমালোচনায় বিদ্ধ হওয়া লিটন ২০২২ সালে সমালোচকদের ভক্ত বানিয়েছেন ব্যাটের জাদুতে। ২০২২ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক লিটন টেস্টে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ র্যাংকিংয়ের অধিকারী ছিলেন আগেই। এবার সেই ১২ নম্বর অবস্থান থেকে আরো একধাপ এগিয়ে বিশ্বের সেরা ১১ জন টেস্ট ব্যাটারের একজন লিটন কুমার দাস।
সর্বশেষ, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলছিলেন বাংলাদেশ সহ-অধিনায়ক। এরপর আর কোনো টেস্ট না খেললেও আইসিসির র্যাংকিং এর হালনাগাদে অবনতি হয়েছে শীর্ষ ১০ এ থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার। সেই সুবাদে র্যাংকিংয়ে একধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এলেন লিটন।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিফটি করার সুবাদে র্যাংকিংয়ে ১৪ নাম্বার থেকে ১২ নাম্বারে উঠে আসেন লিটন। সেটিই ছিল বাংলদেশের কোনো টেস্ট ব্যাটারের র্যাংকিংয়ে সেরা অবস্থান। এবার ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিং এর সেরা ১১-তে অবস্থান লিটনের। ২২ বছরের টেস্ট ক্রিকেটের পথচলায় এর আগে এই অবস্থানে পৌঁছাতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। এর আগে তামিম ইকবালের ১৪ নম্বর র্যাংকিং-ই ছিল বাংলাদেশের সেরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটা ভাল যাচ্ছে না উসমান খাজার। র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১২ নাম্বারে অবস্থান করছেন এই ওপেনার। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিশেলের ভাল পারফরম্যান্সের সুবাদে ৭১৬ র্যাটিং পয়েন্ট নিয়ে সেরা ১০-এ ঢুকে গেছেন তিনি।
র্যাংকিংয়ে রদবদল হয়েছে শীর্ষ দশের অন্যান্য অবস্থানেও। তবে ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ বাবর আজমকে সরিয়ে র্যাংকিংয়ে উঠে এসেছেন দ্বিতীয় অবস্থানে। স্মিথের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান অধিনায়ক। র্যাংকিংয়ে আরো আগেই সেরা দশের বাইরে যাওয়া বিরাট কোহলি আরও একধাপ নেমে এখন অবস্থান করছেন ১৫ নম্বরে।