লিটনকে কোহলির ব্যাট উপহার

ভারত-বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছে একদিন হয়ে গেল। তবে সেই ম্যাচের রেশ এখনো রয়ে গেছে। ক্রিকেট দুনিয়ায় এখনো চলছে আলোচনা-সমালোচনার ঢেউ। মাত্র পাঁচ রানে ম্যাচ হারায় বাংলাদেশের ভক্তদের মধ্যে আক্ষেপটাই বেশি। এছাড়া ভেজা আউট ফিল্ড ও ফেক ফিল্ডিংয়ের দিকেও আঙুল তুলছেন অনেক। এসব নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক চলছেই।

তবে এসব তর্ক-বিতর্ক ছাপিয়ে একজন হৃদয় জয় করে নিয়েছেন গোটা ক্রিকেট দুনিয়ার। ভারত কিংবা বাংলাদেশ দুই দেশেই তাঁকে নিয়ে শুধুই প্রশংসার জোয়ার। ব্যাট হাতে লিটন কুমার দাসের ম্যাজিক মন জিতেছে সবারই। এমনকি ভারতের বিরাট কোহলিও মুগ্ধ হয়েছেন লিটনের ব্যাটিং দেখে।

গত কয়েক বছর ধরেই ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে আছেন লিটন দাস। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই ভিন্ন ভিন্ন কন্ডিশনে রানের পর রান করে যাচ্ছেন। রান করার একটা নেশা যেন পেয়ে বসেছে লিটনকে। কোন ফরম্যাট, কোন প্রতিপক্ষ, কোন কন্ডিশনই তাঁকে থামাতে পারেনা।

এছাড়া ভারতের বিপক্ষে লিটন বরাবরই নিজের সেরা ক্রিকেটটা খেলেন। ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই মুগ্ধতা ছড়িয়েছিলেন লিটন। এরপর ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে রীতিমত ঝড় তুললেন। ভারতের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন যেন রুদ্রমূর্তি ধারণ করলেন। ওপেন করতে নেমে খেললেন ২৭ বলে ৬৬ রানের ইনিংস।

তাঁর এই ব্যাটিং কাপন ধরিয়েছিল ভারত শিবিরে। মাঠে দাড়িয়েই লিটনের ব্যাটিং দেখেছেন বিরাট কোহলিও। লিটনে মুগ্ধ হয়ে কোহলি একটা ব্যাটও উপহার দিয়েছেন বিরাট কোহলি। রাতে ডাইনিং টেবিলে এসে লিটনকে নিজেই ব্যাট দিয়ে গিয়েছেন কোহলি। সেটা কোহলির নিজের ব্যবহার করা একটা ব্যাট।

এছাড়া ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাচ্ছিলেন তখনও কোহলির সাথে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় লিটনকে। এছাড়া লিটনকে ব্যাট উপহার দেয়ার ব্যাপারে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম তখন কোহলি এসে লিটনকে একটা ব্যাট উপহার দিল। আমি মনে করি এটা লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

এছাড়া লিটনের ব্যাটিং নিয়ে এই বোর্ড কর্তা বলেন, ‘লিটন একজন ক্ল্যাসিক ব্যাটার। আপনি তাঁর শট গুলো দেখেন, ক্ল্যাসিক শট খেলে। ইদানিং টি-টোয়েন্টিতেও ভালো করছে। গত বিশ্বকাপে সে ভালো করতে পারেনি। এরপর থেকে তিন ফরম্যাটেই ভালো করছে লিটন।’

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link