Social Media

Light
Dark

সুলভ মূল্যে কিয়েসা, লিভারপুলের বাজিমাত

লিভারপুল এই স্বল্প বিনিময় মূল্যেও রেখে দিয়েছে শর্ত। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিতলে তবেই জুভেন্টাসকে ২.৫ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে।

সুলভ মূল্যে ইতালিয়ান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে লিভারপুল। বেশ অবিশ্বাস্য এক দলবদল ঘটে গেল। জুভেন্টাস এত স্বল্প মূল্যে ছেড়ে দিচ্ছে তাদের দলের অন্যতম সেরা পারফর্মারকে সেটাও বিস্ময়ের কারণ। ফেদেরিকো কিয়েসাকে মাত্র ১২.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে মার্সিসাইডের ক্লাবটি।

তবে লিভারপুল এই স্বল্প বিনিময় মূল্যেও রেখে দিয়েছে শর্ত। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিতলে তবেই জুভেন্টাসকে ২.৫ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। এমনিতে ক্লাবটি পেতে চলেছে মাত্র ১০ মিলিয়ন পাউন্ড। কিয়েসার বয়স এবং তার সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় যা অতি নগন্য বললেও ভুল হবে।

তাছাড়া লিভারপুল বোর্ডের বেশ প্রশংসা করাও প্রয়োজন। কেননা তারা রীতিমত করেছে বাজিমাত। কিয়েসার জন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু তারা তাদের বেতন কাঠামোতে যথাযথ পরিবর্তন আনতে না পারায়, কিয়েসার জন্য প্রস্তাব দিতেও পারেনি।

তবে আশ্চর্যজনক বিষয় বরং অন্যটি। কিয়েসাকে পেতে সৌদি আরব থেকেও জুভেন্টাসকে প্রস্তাব দেওয়ার গুঞ্জন ছিল। সেই গুঞ্জনের সাথে যে বিপুল পরিমাণ অর্থও ছিল জড়িত, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ সৌদি সরকারের তত্ত্বাবধানে দেশটির ফুটবল সংস্কৃতি সমৃদ্ধ করতে বদ্ধ পরিকর সকলে।

সে ধারায় প্রথমে তারা বুড়িয়ে যাওয়ার তারকাদের দিকে হাত বাড়িয়েছে। সফলতা ধরা দেওয়ার পর এখন ইউরোপের তরুণ ফুটবলারদের বিপুল অংকের অর্থ প্রস্তাব দিচ্ছে দেশটির ক্লাবগুলো। নির্ঘাত কিয়েসার জন্যও ছিল তেমন কোন প্রস্তাব। কিন্তু সে সবের মাঝে লিভারপুল করেছে বাজিমাত।

অল রেডদের ম্যানেজার বদলে গেছে। ইয়ুর্গেন ক্লপ অধ্যায়ের অবসান ঘটেছে। নতুন ম্যানেজার আর্নে স্লট। তিনি তার মত করে দল সাজাতে চাইছেন। সেদিক বিবেচনায় একজন লেফট উইঙ্গার প্রয়োজন ছিল তাদের। বেশ কার্যকর একজন লেফট উইংগারকেই দলে ভিড়িয়েছে ক্লাবটি।

তাছাড়া জুভেন্টাসের সাইডলাইনেও এসেছে পরিবর্তন। থিয়াগো মোত্তা নিয়েছেন দায়িত্ব। নতুন ম্যানেজারের অধীনে নিজেকে মেলে ধরার আগেই প্রস্থান ঘটছে কিয়েসার। যদিও আন্দ্রে আল্লেগ্রির আমল থেকেই বেশ ধুঁকছিলেন কিয়েসার। আল্লেগ্রির পরিকল্পনায় নিজেকে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছিলেন না। সে কারণে তার প্রস্থান ছিল অবধারিত।

ইতোমধ্যেই ফেদেরিকো কিয়েসার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, এই মৌসুমেই লাল জার্সিতে অ্যানফিল্ডে দেখা যাবে কিয়েসাকে। সেটা পরবর্তী বছর চারেকের জন্য নিয়মিত এক দৃশ্যে পরিণত হবে।

প্রতিভাবান একজন ফরোয়ার্ড কিয়েসা, তাতে কোন সন্দেহ নেই। তবে প্রতিটা খেলোয়াড়েরই উন্নতির কিছু জায়গা থেকে যায়। কিয়েসারও তেমন জায়গা রয়েছে বটে। তিনি নিজেও তেমনটি জানেন হয়ত। লিভারপুলে হয়ত ভিন্ন ধাঁচের ফেদেরিকো কিয়েসার দেখা মিলবে।

যদিও ২০২২ সালে এসিএল ইনজুরির পর থেকেই কিয়েসা তার সম্ভাবনার সবটুকু নিঙড়ে দিতে পারছিলেন না। তাইতো লিভারপুল ম্যানেজারের প্রথম দায়িত্বই থাকবে ইতালিয়ান এই ফরোয়ার্ডের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসা। তেমনটি হলে আখেরে লিভারপুলের বাজিমাত এনে দেবে উদযাপনের সুযোগ।

Share via
Copy link