Social Media

Light
Dark

ম্যাচ চলাকালে বাধ্য হয়ে সেলফি তুললেন সুরিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হলেও সুরিয়া ভারতের ওয়ানডে আর টেস্ট দলের পরিকল্পনায় আপাতত নেই। তবে দুলীপ ট্রফিতে সুযোগ দেয়ার মধ্য দিয়ে লাল বলে তাঁকে আরেকবার সুযোগ দিয়েছে ম্যানেজম্যান্ট। সেই সুযোগ তিনি কিভাবে কাজে লাগান সেটা এখন দেখার বিষয়।

টেস্ট ক্রিকেটে ফেরার লক্ষ্যে নতুন মিশন শুরু করেছেন সুরিয়াকুমার যাদব; মুম্বাই রাজ্য দলের হয়ে চার দিনের ম্যাচ খেলছেন তিনি, এরপর সেপ্টেম্বরের শুরুর সপ্তাহে খেলবেন দুলীপ ট্রফিতেও। তবে মুম্বাইয়ের হয়ে খেলার সময় দারুণ এক অভিজ্ঞতা হলো তাঁর, ভক্তদের ভালবাসায় সিক্ত হলেন তিনি।

বুচিবাবু টুর্নামেন্ট খেলতে এই ব্যাটার নেমেছিলেন শ্রী রামকৃষ্ণ কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স মাঠে। স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে জড়ো হয়েছে অজস্র স্থানীয় মানুষ আর কলেজের শিক্ষার্থীরা।

এই তারকা যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে ব্যস্ত তখন অনেকেই মাঠে ঢোকার চেষ্টা শুরু করেন। তিনি সে সময় অবশ্য মানা করেন সবাইকে, কিন্তু কে শোনে কার কথা। শেষমেশ নিরাপত্তা রক্ষীরা দর্শকদের নিবৃত্ত করতে না পারায় তিনি এগিয়ে যান; ছবি তোলেন তাঁদের সঙ্গে, অটোগ্রাফ দেন। বাধ্য হয়ে ম্যাচ চলাকালেই অটোগ্রাফ দেন, সেলফি তোলেন।

এখানেই শেষ নয়, দিনের খেলা শেষ হতেই ঘটে আরেক মজার ঘটনা। স্কুলের একগাদা বাচ্চা ঢুকে পড়ে মাঠে, ভারতের টি-টোয়েন্টি দলের কাপ্তানকে কাছ থেকে দেখার জন্য বাঁধা ডিঙিয়ে চলে আসে তাঁরা। তিনিও ক্ষুদে ভক্তদের সময় দেন, তাঁদের ভালবাসা দু-হাত ভরে গ্রহণ করেন।

টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হলেও সুরিয়া ভারতের ওয়ানডে আর টেস্ট দলের পরিকল্পনায় আপাতত নেই। তবে দুলীপ ট্রফিতে সুযোগ দেয়ার মধ্য দিয়ে লাল বলে তাঁকে আরেক বার সুযোগ দিয়েছে ম্যানেজম্যান্ট। সেই সুযোগ তিনি কিভাবে কাজে লাগান সেটা এখন দেখার বিষয়।

বুচিবাবু টুর্নামেন্ট দুলীপ ট্রফির প্রস্তুতি আসলে; ফলে টেস্ট আঙ্গিনায় ফিরতে এই ডান-হাতির তাড়না ভালভাবেই ফুটে উঠেছে। তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাট অনেক চ্যালেঞ্জিং, এখানে খুব একটা ভাবার কিছু নেই। যা পরিকল্পনা করার সেটা প্র্যাকটিস সেশনেই করতে হবে ৷ কাজে লাগলে ভাল, না লাগলে নতুন করে পরিকল্পনা করতে হবে।’

Share via
Copy link