ম্যাড ওপেনার ম্যাক্সি ঝলক

চলতি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নামলেন ম্যাক্সওয়েল। তাহলে কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাও ওপেনার হিসেবেই খেলতে চান ম্যাক্সি?

গ্লেন ম্যাক্সওয়েলকে আর যাই হোক ওপেনার বলা চলবে না। হ্যা, ২০১৬ সালে তিনি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ওপেনার ছিলেন কয়েকটা ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ১৪৫ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন।

তারপরও, তাঁকে ওপেনার বলা যায় না। ম্যাক্সওয়েল বরং ম্যাচ ফিনিশার, ম্যাচ উইনার। গ্লেন ম্যাক্সওয়েল মুচকি হাসি নিয়ে নিশ্চয়ই এখন বলবেন, কে বলেছে – ওপেনার হলে ম্যাচ উইনার হওয়া যায় না!

ম্যাচ দুয়েক হল, তিনি আবারও অস্ট্রেলিয়ার ওপেনার। আর নতুন এই পরিচয়ে ম্যাড ম্যাক্স পুরোপুরি সফল। চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া দল জিতেছে ‘ওপেনার’ ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করেই।

সেন্ট কিটসে ম্যাক্সওয়েল তাণ্ডবে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ছয় ছক্কা, এক চারের ঝড়—মাত্র ৪৭ রানে যেন নেমে এল ধ্বংসের মহাযজ্ঞ। মাত্র ১৮ বলের ছোট্ট একটা ইনিংস। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই ১৮ বলেই ক্যারিবিয়ানদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল অজিরা।

লক্ষ্য যাই হোক না কেন ম্যাক্সওয়েল নামটা ক্রিজে থাকলে সংখ্যাগুলো কেবল হিসাবের খাতাতেই থেকে যায়, মনের ভয়ে ঠাই পায় না। গ্লেন ম্যাক্সওয়েল বরং প্রতিপক্ষের মনে ভয় ধরান। ওপেন করতে নেমে যেন আগুন ঝরালেন ব্যাটে।

ম্যাচটা সেখানেই শেষ। আর এক প্রান্তে জশ ইংলিস হাফ সেঞ্চুরি পেলেন। ৩০ বলে ৫১ রানের ঝলক দেখালেন। ক্রিকেটের এই ক্যারিবীয় বেলাভূমিতে যেন মেলবোর্নের বাতাস বয়ে আনলেন দুই অজি ব্যাটার। ফলাফল, চার বল বাকি থাকতে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল অজি বাহিনী।

চলতি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নামলেন ম্যাক্সওয়েল। তাহলে কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাও ওপেনার হিসেবেই খেলতে চান ম্যাক্সি?

Share via
Copy link